Wednesday, April 20, 2016

পাইকগাছায় জলবায়ুর পরিবর্তনে ঝলসে যাওয়া প্রকৃতি

মরা নদীর তীরে চিংড়ি চাষের আগ্রাসন গিলে খাচ্ছে সবুজ। মরছে গাছপালা। ফসলের ক্ষেত বিবর্ন নোনা মাটির বিষে। পাইকগাছার শিববাটিতে মিলেছে শিবসা নদীর তিন মোহনা। কিন্তু এই মোহনায় পানি অনেক কম। ৩০ হাতের স্থলে ৭-৮ হাত। শিবসা তীরের শিববাটি এলাকা থেকে ছবি তুলেছেন :: রফিকুল মন্টু




পানি সংকটের ভয়াবহ চিত্র পাইকগাছা আর কয়রার বিভিন্ন এলাকায়

জলবায়ু পরিবর্তন পানির সংকট বাড়িয়েছে, সে বিষয়ে কারও দ্বিমত নেই। লবন পানিতেই নষ্ট হয়ে গেছে পানির সব উৎস। কিন্তু জলবায়ু তহবিলের অর্থ পানি কষ্ট কতটা মেটাতে পেরেছে, সেটাই বড় প্রশ্ন। শুধু সুপেয় পানি নয়, সেচের পানিও কিনতে হয় চড়া দামে। বিপন্ন মানুষরা বলছেন, ‘‘টাকা থাকলে মিঠা পানি পাই, আর টাকা না থাকলে নোনা পানি ছাড়া উপায় নাই।’




ছবি তুলেছেন :: রফিকুল মন্টু

ভয়েস অফ পাইকগাছা

ভয়েস অফ পাইকগাছা