Wednesday, April 20, 2016
পানি সংকটের ভয়াবহ চিত্র পাইকগাছা আর কয়রার বিভিন্ন এলাকায়
জলবায়ু পরিবর্তন পানির সংকট বাড়িয়েছে, সে বিষয়ে কারও দ্বিমত নেই। লবন পানিতেই নষ্ট হয়ে গেছে পানির সব উৎস। কিন্তু জলবায়ু তহবিলের অর্থ পানি কষ্ট কতটা মেটাতে পেরেছে, সেটাই বড় প্রশ্ন। শুধু সুপেয় পানি নয়, সেচের পানিও কিনতে হয় চড়া দামে। বিপন্ন মানুষরা বলছেন, ‘‘টাকা থাকলে মিঠা পানি পাই, আর টাকা না থাকলে নোনা পানি ছাড়া উপায় নাই।’
![]() |
ছবি তুলেছেন :: রফিকুল মন্টু |
Subscribe to:
Posts (Atom)