Monday, November 4, 2013

আগামীকাল ভাইফোঁটা

”ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।” 


এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে। তারপর ভাইকে মিষ্টি খাওয়ায়। ভাই ও বোনকে কিছু উপহার দেয়। এটি একটি অসাধারন সনাতন ধর্মীয় সংস্কৃতি যা পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

Voice of Paikgacha’র পক্ষ থেকে সবাইকে ভাইফোঁটা’র শুভেচ্ছা !


পাইকগাছায় ৩ যুবককে জরিমানা

পাইকগাছায় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৩ যুবককে ৩শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় ৩ যুবক প্রকাশ্যে ধুমপান করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার ৩ যুবককে প্রত্যেককে ১শ টাকা করে মোট ৩শ টাকা জরিমানা করেন।

পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

পাইকগাছায় পৌর সদরে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রোববার গভীর রাতে দীপ্তি মোবাইল কর্ণার দোকান হতে নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করেছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক জানিয়েছে। এ ঘটনায় চুরি আতংকে উদ্বিঘ্নে রয়েছে ব্যবসায়ী মহল।

থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা পৌর সদরের দীলিপ কুমার মন্ডলের দীপ্তি মোবাইল কর্নার দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে পালিয়ে যায়।

সোমবার বেলা ১২ টার দিকে হরতাল শিথিলহলে কর্মচারী সুদেব দোকানের ক্লপসিকল ও সার্টার খুলে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল তছনছ করা দেখতে পান।

এ ব্যাপারে দোকান মালিক দীলিপ কুমার জানান, রোববার দোকানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল উঠানো হয়। সংঘবদ্ধ চোরেরা সর্বোচ্চ ১৭ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকার প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় জামায়াত নেতা আটক

পাইকগাছায় এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ভবানীপুর থেকে মাদ্রাসা শিক্ষক ও জামায়াত নেতা জামাল উদ্দিনকে আটক করা হয় থানাপুলিশ জানিয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গত হরতালে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই হারুন অভিযান চালিয়ে ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জাকারিয়া সরদারের পুত্র জামায়াত নেতা জামাল উদ্দিন (৩০) কে আটক করেন।

আটক জামায়াত নেতাকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা কলেজ


ম্যাচ জেতার পর নাসিরকে কোলে তুলে নিলেন মুশফিকের বাবা মাহবুব হামিদ !