Wednesday, June 12, 2013
রাস্তার উপর বিল্ডিং নির্মাণ করার অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায়
জনসাধারণের চলাচলের রাস্তার উপর বিল্ডিং বাড়ী নির্মাণ করার অভিযোগে
প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।
বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে এলাকাবাসীর পক্ষে গোপালপুর গ্রামের জরিপ সানার পুত্র জয়নাল আবেদিন সানা লিখিত বক্তব্যে বলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সানাবাড়ীর রাস্তাটি এলাকাবাসী দীর্ঘদিন ব্যবহার করে আসছে। সম্প্রতি পৌরসভার নীয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই জনসাধারণের ব্যবহৃত রাস্তার উপর একই এলাকার ছুরমান সানার পুত্র আনিছুর রহমান বিল্ডিং বাড়ী নির্মাণ করছে।
এ ব্যাপারে এলাকাবাসী গত ৪ জুন পৌর মেয়র বরাবর এবং ৬ জুন সংশ্লিষ্ট কাউন্সিলর থানায় অভিযোগ করার পরও রাস্তার উপর বিল্ডিং বাড়ী নির্মাণ করার হুমকিসহ পায়তারা করে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে এলাকাবাসীর পক্ষে গোপালপুর গ্রামের জরিপ সানার পুত্র জয়নাল আবেদিন সানা লিখিত বক্তব্যে বলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সানাবাড়ীর রাস্তাটি এলাকাবাসী দীর্ঘদিন ব্যবহার করে আসছে। সম্প্রতি পৌরসভার নীয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই জনসাধারণের ব্যবহৃত রাস্তার উপর একই এলাকার ছুরমান সানার পুত্র আনিছুর রহমান বিল্ডিং বাড়ী নির্মাণ করছে।
এ ব্যাপারে এলাকাবাসী গত ৪ জুন পৌর মেয়র বরাবর এবং ৬ জুন সংশ্লিষ্ট কাউন্সিলর থানায় অভিযোগ করার পরও রাস্তার উপর বিল্ডিং বাড়ী নির্মাণ করার হুমকিসহ পায়তারা করে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
পাইকগাছায় লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষনা
ইনষ্টিটিটিউট লোনাপানি কেন্দ্রের গবেষনা অগ্রগতি ও বার্ষিক (২০১৩-১৪) ইং
গবেষনা প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ অবহিতকরণ সভা
পাইকগাছায়
দেশব্যাপী প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরুরী কর্মসূচী বাস্তবায়নে অবহিতকরণ সভা
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে বুধবার
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ
রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ
মন্ডল, রাবেয়া হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক সুরাইয়া
বানু ডলি, অপু মন্ডল, কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, এসএম তৈয়েবুর রহমান, আসমা
আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন।
উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক খলিলুর রহমান, সেলিনা পারভীন, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোফাক্কার হোসেন, আমজাদ হোসেন ও নাজিমউদ্দিন।
উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক খলিলুর রহমান, সেলিনা পারভীন, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোফাক্কার হোসেন, আমজাদ হোসেন ও নাজিমউদ্দিন।
পাইকগাছায় আমন চাষীদের মাঝে অনুদান প্রদান
পাইকগাছায় উন্নত শস্য ব্যবস্থাপনা ও শস্য বিন্যাস প্রযুক্তি সম্প্রসারণের
মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক কৃষি ও খাদ্য
নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে উপকারভোগী আমন চাষীদের মাঝে অনুদান
বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ব্র্যাক পাইকগাছা কেন্দ্রে উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে ৭০ জন আমন চাষীদের মাঝে কৃষি উপকরণ বাবদ প্রত্যেককে ৭৮০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার দুপুরে ব্র্যাক পাইকগাছা কেন্দ্রে উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে ৭০ জন আমন চাষীদের মাঝে কৃষি উপকরণ বাবদ প্রত্যেককে ৭৮০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সরকারী তথ্য:
আজকাল
অসংখ্য ক্ষুদে বর্তার ভিড়ে আমরা খেয়াল করেও দেখি না এই সব সরকারী তথ্য।
যাইহোক, আজ বিশ্ব শিশু-শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সবার মুঠোফোনে এই ক্ষুদে
বার্তাটি পৌছানোর কথা।
গৃহকর্মে শিশু-শ্রমকে "না" বলুন। শিশু-শ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করুন।
----শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়
গৃহকর্মে শিশু-শ্রমকে "না" বলুন। শিশু-শ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করুন।
----শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়
পাইকগাছার-কয়রায় হাজার হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত
দারিদ্রতা, পারিবারিক কলোহ ও সচেতনতার অভাবে
উপকূলীয় পাইকগাছা ও কয়রায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শ্রমজীবী শিশুর সংখ্যা।
বর্তমানে দুই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ও নদীতে পোনা ধরাসহ হাজার হাজার শিশু ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে।
অপরদিকে এনএসএ প্রকল্প ও শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সহায়তায় গত ৩ বছরে
শিক্ষার সুযোগ পেয়েছে অধিকার বঞ্চিত ৩ শতাধিক শ্রমজীবী শিশু। এদিকে ১২ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে পাইকগাছা-কয়রার শিশু অধিকার সংরক্ষন
ফোরাম উপজেলা পর্যায়ে র্যালী, আলোচনা সভা এবং ইউনিয়ন পর্যায়ে শিশু নাট্য
উৎসব ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সুত্রমতে, দারিদ্রতার অভাবে চিংড়ী অধ্যুষিত দুই উপজেলার হাজারো শিশু জীবনের ঝুঁকি নিয়ে নদীতে পোনা ধরার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও বন, পরিবহন, ইঞ্জিন ভ্যান ও ভ্যান চালক, মোটর গ্যারেজ, ওয়ার্কসপ (লেদ), নির্মাণ ও গৃহস্থলী কাজের মত ভারী কাজে কর্মরত রয়েছে।
কর্মরত শিশুদের মধ্যে অধিকাংশই রয়েছে শিক্ষার সুযোগ ও বিনোদন থেকে বঞ্চিত। অথচ আর ১০ টি শিশুর মত এদেরও রয়েছে স্বাভাবিক ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার। প্রতিষ্ঠানের মালিকরা নিয়মনীতি উপেক্ষা করে স্বস্তা শ্রম হিসাবে এসব কাজে শিশুদের ব্যবহার করে থাকে। বান্দিকাটি গ্রামের শিশু শ্রমিক জেহের আলী জানান অভাব অনটনের কারনে সংসারের খরচ যোগান দিতে গিয়ে গত দু’বছর সে একটি ওয়ার্কসপের দোকানে কর্মরত রয়েছে।
অপরদিকে শিশু শ্রম প্রতিরোধে গত ৩ বছর যাবৎ কাজ করে আসছে প্রদীপন এনএসএ প্রকল্প ও প্রকল্পের অধীন বিভিন্ন শ্রেণী পেশার নিয়ে গঠিত শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম। সংশ্লিষ্ট প্রকল্প ও পৃথক দু’টি সংগঠন এ পর্যন্ত কয়রার উত্তর বেদকাশি, দক্ষিন বেদকাশি, মহেশ্বরীপুর ও পাইকগাছার লতা, দেলুটি ও গড়ইখালীর ৩ শতাধিক শ্রমজীবী শিশুকে শিক্ষার মূল ধারায় অর্ন্তভূক্ত করেছে। সরকারি নানা সুযোগ সুবিধার আওতায় নিয়ে এসেছে তাদের পরিবারকে।
এদিকে ১২ জুন ‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন’ প্রতিপাদ্য বিষয়ের উপর দিবসটি পালনের লক্ষ্যে দু’উপজেলার শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম এবং এনএসএ জাগরণ প্রকল্প পৃথক কর্মসূচী গ্রহন করেছে।
এনএসএ প্রকল্প সমন্বয়কারী আজমল-আল-নূর পাভেল জানান দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভা এবং ইউনিয়ন পর্যায়ে র্যালী, আলোচনা সভা, শিশু নাট্য উৎসব ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এবারের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে শিশু আইনের যথাযথ প্রয়োগ ও শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে না লাগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি।
সুত্রমতে, দারিদ্রতার অভাবে চিংড়ী অধ্যুষিত দুই উপজেলার হাজারো শিশু জীবনের ঝুঁকি নিয়ে নদীতে পোনা ধরার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও বন, পরিবহন, ইঞ্জিন ভ্যান ও ভ্যান চালক, মোটর গ্যারেজ, ওয়ার্কসপ (লেদ), নির্মাণ ও গৃহস্থলী কাজের মত ভারী কাজে কর্মরত রয়েছে।
কর্মরত শিশুদের মধ্যে অধিকাংশই রয়েছে শিক্ষার সুযোগ ও বিনোদন থেকে বঞ্চিত। অথচ আর ১০ টি শিশুর মত এদেরও রয়েছে স্বাভাবিক ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার। প্রতিষ্ঠানের মালিকরা নিয়মনীতি উপেক্ষা করে স্বস্তা শ্রম হিসাবে এসব কাজে শিশুদের ব্যবহার করে থাকে। বান্দিকাটি গ্রামের শিশু শ্রমিক জেহের আলী জানান অভাব অনটনের কারনে সংসারের খরচ যোগান দিতে গিয়ে গত দু’বছর সে একটি ওয়ার্কসপের দোকানে কর্মরত রয়েছে।
অপরদিকে শিশু শ্রম প্রতিরোধে গত ৩ বছর যাবৎ কাজ করে আসছে প্রদীপন এনএসএ প্রকল্প ও প্রকল্পের অধীন বিভিন্ন শ্রেণী পেশার নিয়ে গঠিত শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম। সংশ্লিষ্ট প্রকল্প ও পৃথক দু’টি সংগঠন এ পর্যন্ত কয়রার উত্তর বেদকাশি, দক্ষিন বেদকাশি, মহেশ্বরীপুর ও পাইকগাছার লতা, দেলুটি ও গড়ইখালীর ৩ শতাধিক শ্রমজীবী শিশুকে শিক্ষার মূল ধারায় অর্ন্তভূক্ত করেছে। সরকারি নানা সুযোগ সুবিধার আওতায় নিয়ে এসেছে তাদের পরিবারকে।
এদিকে ১২ জুন ‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন’ প্রতিপাদ্য বিষয়ের উপর দিবসটি পালনের লক্ষ্যে দু’উপজেলার শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরাম এবং এনএসএ জাগরণ প্রকল্প পৃথক কর্মসূচী গ্রহন করেছে।
এনএসএ প্রকল্প সমন্বয়কারী আজমল-আল-নূর পাভেল জানান দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভা এবং ইউনিয়ন পর্যায়ে র্যালী, আলোচনা সভা, শিশু নাট্য উৎসব ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এবারের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে শিশু আইনের যথাযথ প্রয়োগ ও শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে না লাগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি।
পাইকগাছায় মহিলার মৃতদেহ উদ্ধার
উপজেলার
পল্লীতে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে
গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় লাশটি
ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। হতভাগীর নাম কহিনুর বেগম (৩৮)। নিহত
কহিনুর বেগম পাতড়াবুনিয়া গ্রামের জনৈক হাশেম আলী গাইনের দ্বিতীয় স্ত্রী
ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক স্থানে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে। একই ইউনিয়নের শান্তা গ্রামের মোহর আলী গাজীর কন্যা কহিনুর বেগমেরও দ্বিতীয় স্বামী হাশেম আলী গাইন। বছর খানিক আগে তাদের বিয়ে হয়েছিল। লাশের সুরতহাল দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই মোবাইলে বলেন, হাশেম আলী গাইনের বাড়ি থেকে অনেক দূরে ও তার প্রথম স্ত্রীর পিত্রালয়ের সন্নিকটেই লাশটি পড়ে ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু বকর সিদ্দিক বলেন, হত্যা না অন্যকিছু তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শী ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক স্থানে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে। একই ইউনিয়নের শান্তা গ্রামের মোহর আলী গাজীর কন্যা কহিনুর বেগমেরও দ্বিতীয় স্বামী হাশেম আলী গাইন। বছর খানিক আগে তাদের বিয়ে হয়েছিল। লাশের সুরতহাল দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই মোবাইলে বলেন, হাশেম আলী গাইনের বাড়ি থেকে অনেক দূরে ও তার প্রথম স্ত্রীর পিত্রালয়ের সন্নিকটেই লাশটি পড়ে ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু বকর সিদ্দিক বলেন, হত্যা না অন্যকিছু তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: গুছে যাক এই লজ্জা
আসলে এ বড় লজ্জার, এ বড় বেদনার। আমাদের শিশুরা এ
কোন পাপের দায় মোচন করছে? কেন তারা জন্মেই বয়ে বেড়াচ্ছে আজন্ম পাপের বোঝা?
কেন তার কোমল মতি হাতে তুলে নেবে হাতুড়ি? কেন সে উল্লাসে উচ্ছাসে ছুটছেনা মুক্ত মাঠে? কেন সে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভাংছে পাথর, ঝরাচ্ছে রক্ত, পুড়াচ্ছে দেহ-কী তার পাপ? কী তার অপরাধ?

আজকের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে এই প্রশ্ন সচেতন প্রতিটি ব্যাক্তির কাছে।
বি.দ্র.- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম জরিপ ২০০৩-এর তথ্য
অনুসারে বাংলাদেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ। তাদের মধ্যে ১৩ লাখ
শিশুই নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।
Subscribe to:
Posts (Atom)