Tuesday, February 18, 2014

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

আ’লীগের দলীয় একক প্রার্থী নির্ধারণে বিলম্ব; নেতা-কর্মীরা হতাশ


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছায় আ’লীগ এখনও পর্যন্ত দলীয় একক প্রার্থী নির্ধারণ করতে না পারায় সংগঠনটির নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। এদিকে বিএনপি তথা ১৯ দলের প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বিএনপির অপর দু’প্রার্থী বিষয়টির পুনঃ বিবেচনার জন্য জেলা নেতৃবৃন্দের নিকট আবেদন করেছেন বলে জানা গেছে।

পাইকগাছায় আ’লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় নির্বাচনী আমেজ তেমন জমে উঠছেনা। কারণ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগ সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ।

এর মধ্যে কে হবেন দলীয় প্রার্থী বিষয়টি এখনও পরিস্কার নয়। ফলে সিদ্ধান্তহীনতায় ভুগছে আওয়ামী দলীয় নেতাকর্মীরা। তবে আগামী ২১ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী দলীয় প্রার্থী নির্ধারন করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। উল্লিখিত তিন জনই মাঠে ময়দানে জোরালোভাবেই নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ১৯ দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এ্যাড. স,ম বাবর আলীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও বিএনপির অপর দু’প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং রীতিমত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এরা হলেন জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আঃ মজিদ ও জেলা যুবদল নেতা শেখ ইমাদুল ইসলাম।

এ প্রসঙ্গে ডাঃ আঃ মজিদ বলেন, আমরা যারা দলীয় মনোনয়ন পাইনি তাই পুনঃ বিবেচনার জন্য জেলা নেতৃবৃন্দের নিকট আবেদন জানিয়েছি। আর তা না হলে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েই মনোনয়ন প্রত্যাহার করে নেব।

এ উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা জাপা সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটি সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং কমিউনিষ্ট পার্টির প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় সিপিবি সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। সব মিলিয়ে আওয়ামীলীগের প্রার্থী নির্ধারন হলেই ভোটের হিসেব নিকাশ কষা শুরু হবে এখানে।

কয়রায় ১ হাজার মিটার অবৈধ নেট ভস্মীভূত

কয়রায় অভিযান চালিয়ে ১ হাজার মিটার অবৈধ মনোফিলামেন্ট নেট আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় কয়রা মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন কপোতক্ষ নদ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মুনসুর অভিযান চালিয়ে এ সকল নেট আটক করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মোঃ আলাউদ্দীনসহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

আটককৃত নেটগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্তরে ভস্মীভূত করা হয়।

পাইকগাছায় এক ব্যবসায়ীকে অপহরণ

পাইকগাছায় আবারও এক ব্যবসায়ীকে অপহরণ করেছে বনদস্যুরা। গত রবিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের জনৈক কেসমত আলী গাইনের পুত্র ঘের ব্যবসায়ী কামরুল গাইন (৪৫) কে ১০/১২ জনের ডাকাত দল বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারযোগে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা অপহৃতর পরিবারের নিকট ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ব্যাপারে অপহৃতর পিতা কেসমত আলী গাইন গত সোমবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত কামরুল গাইনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছার কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছার কপিলমুনি কাঁচা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ বজলুর রহমান (৫০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি শহরের পার্শ্ববর্তী হরিদাশকাটি গ্রামের শেখ আকবরের পুত্র কপিলমুনি বাজারের কাঁচামাল ব্যবসায়ী শেখ বজলুর রহমান সকালে তার নিজ দোকানে পলিথিন টাঙ্গানোর সময় অসাবধানতাবশত পলিথিনের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা তাকে তৎক্ষণিক উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজলুর রহমানের এ করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাইকগাছায় প্রদীপনের মতবিনিময় সভা

পাইকগাছায় অতিদরিদ্র পরিবারের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপন ও সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক রামকৃষ্ণ মন্ডল, প্রদীপনের সুবীর কুমার সাহা।

উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

পাইকগাছায় পানি সরবরাহ নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন, ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার কলিমুল্লাহ কলি, নবলোক পরিষদের প্রোগ্রাম এন্ড প্লানিং এর প্রধান সমন্বয়কারী নূর মোহাম্মদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, ইদ্রিস আলী গাজী, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাহাবুবুর রহমান রনজু, কাজী নিয়ামুল হুদা কামাল, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, গাজী শহীদুল ইসলাম খোকন, পৌর সচিব তুষার কান্তি দাশ, উদয় শংকর রায়, সন্তোষ কুমার সরদার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ম্ঈন উদ্দীন শেখ, মোঃ ইজাজুর রহমান ও সুমন হাসান খান।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ, ইউরোপিয়ান ইউনিয়ন, কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে শেষ হয়। 

চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে সিবিও নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী।

সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া ও ফিল্ড অর্গানাইজার আমিনুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক মতবিনিময় সভা

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়ন ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রুহুল আমিন বিশ্বাস, এসএম এনামুল হক, কাজী আব্দুস সালাম বাচ্চু, আলহাজ্ব মুনসুর আলী গাজী, কাজল কান্তি বিশ্বাস, শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, বি. সরকার, তৃপ্তি রঞ্জন সেন, স্নেহেন্দু বিকাশ, বুলবুল আহম্মেদ, আজমল হোসেন, প্রক্তন শিক্ষক রনজিৎ সরকার।

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন ও কার্যকরকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রুপান্তরের জেলা দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যয় বিচার প্রাপ্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 


বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, কাজল কান্তি বিশ্বাস, রুপান্তরের ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম ও উপজেলা সুপারভাইজার চম্পক কুমার ঘোষ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

পাইকাগাছায় মোবাইল সার্ভিসিং সমিতির কমিটি গঠন

পাইকগাছায় জিএম শুকুরুজ্জামানকে আহবায়ক করে মোবাইল সার্ভিসিং সমিতির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে সংগঠনের পৌর বাজারস্থ কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, গাজী রুবেল রাশেদ রকি, আবুল কালাম আজাদ, জিএম আসাদুজ্জামান আসাদ, জুয়েল রাশেদ পাপ্পু, সৈয়দ বুলবুল হোসেন ও নবদ্বীপ সানা।

পাইকগাছা উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেনের দপ্তরে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনের তয় দফার তফশীল ঘোষনা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ ২৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোয়ন জমা দেয়ার একদিন পর সোমবার সকাল থেকে দিনভর সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটানিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহার ও ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।