Sunday, June 8, 2014

পাইকগাছায় বহিরাগত যুবকের মৃত্যু রহস্য ক্রমশ প্রকাশ্য ! (ফলোআপ)

জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রী ও শাশুড়ী কাউন্সিলরের জিম্মায় মুক্ত 


পাইকগাছায় ধীরে ধীরে উন্মোচন হচ্ছে বহিরাগত যুবকের মৃত্যু রহস্য। ঝগড়া বিবাদের এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমান করেই যুবক সোহেল আত্মহত্যা করে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা স্ত্রী আসমা খাতুন আঁখি ও শাশুড়ী মুর্শিদা বেগমকে কাউন্সিলরের হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে সরল এলাকা থেকে সোহেলের মৃত দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের জনৈক কেয়ামুদ্দীন খাঁ ও তার পরিবার প্রায় ৪ বছর পূর্বে গার্মেন্টসে কাজ করার সূত্রে চট্টগ্রামে অবস্থান করে। সেখানে কেয়ামুদ্দীন খাঁ’র কন্যা আসমা খাতুনের সাথে পরিচয় হয় কুমিল্লা জেলার বরুরা থানার কাচিয়াপুকুরিয়া গ্রামের মনু মিয়ার পুত্র আক্তারুজ্জামান সোহেলের (২৮)।

পরিচয় সূত্রে সোহেল পাইকগাছায় এসে আসমাকে বিয়ে করে সরল গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের বাড়ী ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। সোহেল তার গ্রামের বাড়ী থেকে সম্পত্তি বিক্রি করে প্রায় ২৫-৩০ লাখ টাকা পাইকগাছা পৌর ও চাঁদখালী এলাকার অনেকের সাথে লেনদেন গড়ে তোলেন।

অভিযোগ উঠেছে, সোহেলের স্ত্রীর আচার-আচরণ সন্তোষজনক না হওয়ায় দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। বাসা বাড়ীতে এলাকার প্রভাবশালী লোকজনের যাতায়াতকে কেন্দ্র করে ঘটনার দিন শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

এর এক পর্যায়ে স্ত্রীর উদ্দেশ্যে “বেঁচে থাকলে তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে, তাই তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম।” এ ধরণের একটি চিঠি লিখে বাসা বাড়ী সংলগ্ন আম গাছে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

পরে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি সিকদার আককাছ আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই সোহেলের স্ত্রী ও শাশুড়ীকে জনৈক কাউন্সিলরের হেফাজতে দেয়া হয় এবং পোস্ট মর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এই সংক্রান্ত পূর্ববর্তী পোস্ট :: পাইকগাছায় বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু

পাইকগাছার সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে; আহত ২০

পাইকগাছার মুক্তির মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন এমন খবর শোনা গেলেও দুর্ঘটনায় কেউ নিহত হননি বলে নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানান, রবিবার সকাল পৌনে ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ব-১১০৪) বাসটির চালক বিল্লাল হোসেন কপিলমুনি বাজারে নেমে গেলে কন্ডাকটর আব্দুল হালিম বাস চালিয়ে পাইকগাছা অভিমুখে রওনা হন। 

বাসটি দুপুর পৌনে ১টার দিকে গদাইপুরের মুক্তির মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আহত হন ১৫-২০ জন যাত্রী।

এরপর স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ১০-১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তালার বয়রা গ্রামের মোমিন উদ্দীন গাজীর পুত্র আজগর গাজী (১৪) ও মোমিন উদ্দীন বিশ্বাসের কন্যা আমেনা বেগম (৩০), রামপাল থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেক (৫০), বটিয়াঘাটা থানার হরিণটানা গ্রামের আব্দুল মালেকের পুত্র মিজানুর রহমান (২৫), পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপদ সরদারের স্ত্রী স্বাস্থ্য কর্মী সিলভি আক্তার (২২), শ্যামনগর থানার পাতাখালী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শফিউল্লাহ গাজী (৬০), কপিলমুনির আতিয়ার রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৩০), কয়রার গোবিন্দপুর গ্রামের দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম ও ১৪ বছর বয়সের অজ্ঞাত কিশোর’সহ কমপক্ষে ১৫-২০ জন।

ঘটনার পর থেকে বাসের ড্রাইভার (কন্ডাকটর) ও হেলপার পলাতক রয়েছে। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ও পাইকগাছা থানার ওসি সিকদার আককাছ আলী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।








ছবি পাঠিয়েছেন :: Raghu Proshad Sadhu.

জাতীয় পরিচয়পত্র সহজলভ্য করতে মোবাইল অ্যাপস

জাতীয় পরিচয়পত্রকে আরো সহজলভ্য করতে মোবাইলের উপযোগী করে একটি অ্যাপলিকেশন বানাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, সংশোধনসহ নানা বিষয়ে পরামর্শ সহজেই পাওয়া যাবে।

ইসির সূত্রগুলো জানিয়েছে, দেশের প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর কাজটি করছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

মোবাইলে অ্যাপসটি চালু হলে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, সংশোধন করার জন্য, নতুন পরিচয়পত্র পাওয়ার জন্য বা এলাকা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন।

বতর্মানে ইসির ওয়েরসাইটের মাধ্যমে এ সেবা অব্যাহত রেখেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগ। ওয়েবসাইটের এই সেবাগুলোই এখন মোবাইলে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট অ্যাপলিকেশন তৈরি করা হচ্ছে।

সম্প্রতি সরকারের আইসিটি বিভাগে এজন্য প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করে তাদের কাছে কিছু প্রস্তাব করেছে ইসি। মন্ত্রণালয় তা গ্রহণও করেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে কী কী সেবা এই অ্যাপস এর মাধ্যমে দেওয়া যাবে।

স্বাধীন এ সংস্থাটির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবাটি চালু করার লক্ষ্যেই আইসিটি বিভাগ সহায়তা করছে। তাদের চাহিদা মোতাবেক আমরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছি।

অ্যাপসটি মানুষের হাতে পৌঁছালে তারা যে কোনো জায়গায় বসে মোবাইল ফোনেই জেনে নিতে পারবেন কিভাবে কী করতে হবে। এছাড়া শর্ট কোড নম্বরে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে বা ফোনকলের মাধ্যমেও এ সেবা প্রদানের চিন্তা ভাবনা চলছে।

এতে যে কোনো ব্যক্তি তার জাতীয় পরিপয়পত্র হারিয়ে গেলে, সংশোধনের জন্য বা এলাকা পরিবর্তন সম্পর্কিত বিষয়ে যাবতীয় করণীয় ওই শর্ট কোড বা নির্দিষ্ট নম্বরে ক্ষুদেবার্তা পাঠিয়ে বা ফোন করে জেনে নিতে পারবেন।

এছাড়া ইসির তথ্যভাণ্ডারের তথ্য কোনো প্রাকৃতিক দূর্যোগে যাতে নষ্ট হয়ে গেলেও বিকল্প ব্যবস্থায় কার্যক্রম চালানো যায় সেজন্য গঠন করা হচ্ছে ডাটা রিকভারি সাইট।

এটি খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে ইসির সংস্থাপন শাখার এক উপ-সচিব জানিয়েছেন।

ফুটবল বিশ্বকাপ ২০১৪

এবার বিশ্বকাপ কে জিতবে ? কি মনে হয় আপনার ?

পাইকগাছায় বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু

পাইকগাছা পৌর সদরে সোহেল (৩৪) নামের এক বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সরল কালিবাড়ি এলাকার শহিদুল মাষ্টারের বাড়ি সংলগ্ন বাগানের একটি আম গাছের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শহিদুল মাষ্টারের বাড়িতে হতভাগা সোহেল ও তার স্ত্রী আসমা খাতুন ওরফে আঁখি (২৫) ভাড়া থাকতেন। পুলিশ মৃতের স্ত্রী ও শাশুড়ীকে থানায় ডেকে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুতকারী ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল বলেন, মাটিতে পড়ে থাকা লাশের গলায় গামছার একটি অংশ পেচানো ছিল। গামছার বাকি অংশ গাছে ঝুঁলছিল। যা হাত দিলেই খুলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট্র যে আম গাছের নিচে সোহেলের লাশ পড়ে ছিল তা দেখে বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরন করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী গ্রামের জনৈক কেয়ামুদ্দি খাঁর কন্যা আসমা খাতুনকে বিয়ে করে ৩/৪ বছর আগে সোহেল চাঁদখালীতে আসে। এক পর্যায়ে সোহেল স্ত্রীকে নিয়ে পৌর সদরের শহিদুল মাষ্টারের বাড়িতে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন।

সোহেলের নাম ঠিকানা তার স্ত্রী বা শ্বশুর বাড়ির কেউ সঠিক করে বলতে পারেনি। তবে বিয়ের কাবিননামায় সোহেল কুমিল্লা জেলার কাচিয়াপুকুরিয়া গ্রামের জনৈক মনু মিয়ার পুত্র বলে উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোহেল এককালিন প্রায় ২৫/৩০ লাখ টাকা নিয়ে এখানে আসেন এবং চাঁদখালী ও পৌর এলাকায় বেশ কয়েকজনের সাথে ব্যবসায়ীক সূত্রধরে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন।

হতভাগা সোহেলের বাড়ির মালিক শহিদুল মাষ্টার বলেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিষয়টি নিয়ে ইতিপূর্বে একাধিকবার থানা পুলিশ পর্যন্তও গড়িয়েছে। সর্বশেষ শুক্রবার রাতেও তুমুল ঝগড়া হয়েছিল তাদের মাঝে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বলেন, লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

পাইকগাছায় বনবিবির আলোচনা

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সুন্দরবনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন রাড়ুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, লেখক নলিনী কান্ত সানা, সাংবাদিক আশিষ রায় চৌধুরী মিন্টু, প্রাণ কৃষ্ণ দাশ, গোবিন্দ লাল রায় প্রমুখ।

পাইকগাছায় পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে গত বৃহস্পতিবার র‌্যালি ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, ডা. সঞ্জয় কুমার মন্ডল, নাছির উদ্দীন, জাহানারা বেগম জয়া, রাজীব গাঙ্গুলী প্রমুখ।