Monday, January 20, 2014

পাইকগাছায় অস্থায়ী বেদে পল্লীতে এক বিকেল !

পৌরসভার পুরাতন ব্রীজের সাথে ভিলেজ পাইকগাছার সংযোগ সড়কের পাশে পতিত জমিতে ১১টি অস্থায়ী ঝুপড়ি ঘর নির্মান করে গত প্রায় এক সপ্তাহ যাবৎ অবস্থান করছে কিছু সংখ্যক বেদে পরিবার।

সরেজমিনে পরিদর্শনকালে কথা হয় এই বেদে দলের সর্দার মোহম্মদ আলী‘র সাথে। তিনি জানান, এই বেদে দলটির সব পরিবারগুলির অপেক্ষাকৃত স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর। তারা আরও কিছুদিন এখানে অবস্থান করবে, তারপর চলে যাবে অন্য কোথাও।

মাটিতেই চাটাই বিছিয়ে পলিথিন কাগজের ছাউনি দিয়ে তৈরি হয়েছে তাদের ঘরগুলো। একটি ঝুপড়ি ঘরেই মাথা গুঁজতে হয় পরিবারের সাত-আট জনকে।

তাদের পরিবারের মেয়েরাই বেশি অর্থ উপার্জন করে থাকে। মেয়েরা সকাল হলেই মাথাই ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে দূরের গ্রামগুলোয় রোজগারের আশায়। পুরুষেরা ঘরে বসে সারা দিন ছোট ছেলেমেয়েদের দেখে শুনে রাখে। এ পল্লীতে মেয়েদেরও জীর্ণ শরীর প্রমাণ করে এখানে বাল্যবিবাহ ও জন্ম নিয়ন্ত্রণের কোনো বালাই নেই। তাদের পরিবারগুলোতে রয়েছে একের অধিক ছেলেমেয়ে।

এক বেদেনী জানান, এখন গ্রামাঞ্চলে খুব একটা পয়সা পাওয়া যায় না। পুরুষেরা যে একেবারে বসে থাকে তা নয়। তারাও মাঝে মধ্যে দূরের গ্রামগুলোতে বের হয় জীবিকার সন্ধানে। তাদের সাথে থাকে সাপের ঝাঁপি ও বানর। সারাদিন সাপ ও বানরের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে পয়সা রোজগার করে সন্ধ্যায় বাড়ি ফেরে। পুরুষদের মধ্যে আবার কেউ কেউ সাপ ধরে বিক্রি করে।

বেদে সর্দার মোহম্মদ আলী জানান, সাপ ধরা কাজটা অত্যন্ত ঝুঁকিপুর্ণ জেনেও পেটের দায়ে তা করতে হয়। অনেক সাপুড়ে সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। বর্ষার মৌসুমে বেশি সাপ ধরা যায়। একটি মাঝারি কুলিন (জাত) সাপ ৩০০-৪০০ টাকায় বিক্রি হয় বলে তিনি জানান।

একাধিক বেদে জানান, শীত মৌসুমে তারা পুটলা পুটলি বেধে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের পরিবারসহ বেরিয়ে পড়েন রোজগারের আশায়। এক এলাকাতে কিছুদিন পয়সা রোজগার করে আবার চলে যান অন্য এলাকায়। এভাবে সারা বছর কিছু পয়সা জমিয়ে বর্ষার শুরুতে অপেক্ষাকৃত স্থায়ী ঠিকানা বিক্রমপুরে ফিরে আসেন।

তারা আরও জানান, পূর্বে তারা গ্রামাঞ্চলে গেলে যেভাবে পয়সা পেতেন এখন আর পাননা। কারণ জিনিসপত্রের ঊর্ধ্বগতির জন্য গ্রামাঞ্চলের মানুষের কাছে যথেষ্ট পয়সা থাকে না। তাই বেদেরাও তাদের পেশা পরিবর্তন করতে শুরু করেছে।

বেদে ছেলে-মেয়েরা শিক্ষার দিকে পশ্চাৎবর্তী। জীবিকা উপার্জনের জন্য পরিবারের সাথে বছরে ১০ মাসই এদিক সেদিক ঘুরে বেড়াতে হয়। সে জন্য তাদের বিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না।

একটি জরুরী বিজ্ঞপ্তি:

পল্লী বিদ্যুতের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আগামী ২১-০১-২০১৪ ইং তারিখ মঙ্গলবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাইকগাছা ও কয়রা উপজেলার সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। তবে কাজের প্রয়োজনে যেকোন সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে, সুতরাং জনসাধারনকে বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হল।

প্রচারে-
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
পাইকগাছা জোনাল অফিস

অপ্রকাশিত সুচিত্রা

ছবি কৃতজ্ঞতা: কাজী অনির্বাণ (Grandson of কাজী নজরুল ইসলাম)


পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার ও গণসংযোগে সম্ভাব্য প্রার্থীরা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা।

সুত্রমতে, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ুইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।

১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন।

অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে।

এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি জানিয়েছেন।

বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে জানিয়েছেন।

বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন শেখ আবুল কালাম আজাদ।

এছাড়াও গড়ুইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে।

তেমন কোন প্রচার প্রচারণা না করলেও নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী।

পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন মেয়র সেলিম জাহাঙ্গীর

প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা


পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান।

উল্লেখ্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে ১.৫ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ।

প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে ১৫০০ পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান।

পাইকগাছায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন।

গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।