Saturday, January 18, 2014

বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত

পাইকগাছায় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরের শিব মূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালন, কালী মন্দির উদ্ভোধন ও কালী প্রতিমা প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত শিব স্নান, শিব পূজা, প্রসাদ বিতরণ, আলোচনাসভা, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া শিব ও কালী মন্দিরের সভাপতি সমীরণ সাধু।

উদ্ভোধক ছিলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান। উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে বিদায়ী সংবর্ধনা

পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী ও সাবেক ইউএনও কাজী আতিয়ুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, প্রভাষক আমানউল্লাহ আমান, অফিস সহকারী গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান ইতোমধ্যে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং সম্প্রতি সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী নাটোরের জেলা সিনিয়র ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন।

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম আর নেই

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য এসএম নূরুল ইসলাম (৬৫) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাত ৯টায় গদাইপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে....রাজেউন।

শনিবার দুপুরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।