Tuesday, December 26, 2017

ওসির হস্তক্ষেপে সরলো ভবনে হেলে পড়া গাছ

অবশেষে পাইকগাছা থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে স্কুল শিক্ষকের বসতবাড়ির ভবনে হেলে পড়া গাছ সরিয়ে নিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষ। গত সোমবার প্রতিবেশী দিপক কুমার মন্ডল গাছটি কেটে নিয়েছেন বলে স্কুল শিক্ষক মিলিজিয়াসমিন জানিয়েছেন। হেলে পড়া গাছটির কারণে শিক্ষক পরিবার গত ১০ মাস ধরে ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিলেন।


জানা গেছে, উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিনের বসতবাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরল গ্রামে। গত ফেব্রুয়ারি মাসে প্রতিবেশী দিপক কুমার মন্ডলের একটি বড় সিরিশ গাছ শিক্ষক মিলিজিয়াসমিনের বসতবাড়ির ভবনে হেলে পড়ে। ফলে একটু বাতাস হলে গাছটি ভবনে ধাক্কা দেয়। এতে পুরো ভবন কেঁপে ওঠে। এছাড়াও গাছটি যে কোন মুহূর্তে পড়ে গিয়ে ভবনের ক্ষয়ক্ষতির আশংকা থেকেই যায়।

গাছটি কেটে নেওয়ার জন্য শিক্ষক মিলিজিয়াসমিন প্রথমে প্রতিবেশী পরিবারটিকে মৌখিকভাবে অনুরোধ করেন। কিন্তু এতে কোন কাজ না হওয়ায় ১০ অক্টোবর মেয়র বরাবর লিখিত আবেদন করেন। মেয়র বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডলকে দায়িত্ব দেন। কাউন্সিলর বিষয়টি নিরসন করতে ব্যর্থ হওয়ায় শিক্ষকের অনুকূলে ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয়। তদন্ত প্রতিবেদনের মধ্যেই বিষয়টি থমকে যায়।

পরবর্তীতে শিক্ষক মিলিজিয়াসমিন ২২ অক্টোবর থানার ওসি বরাবর অভিযোগ করেন। এরপর নভেম্বর মাসের উপজেলা আইন শৃংখলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। শেষমেষ গত রোববার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলাম বিপ্লব উভয় পক্ষকে নিয়ে  সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। থানার বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক সোমবার প্রতিবেশী দিপক কুমার মন্ডল হেলে পড়া গাছটি কেটে সরিয়ে নেন।

অবশেষে ওসির হস্তক্ষেপে ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ায় ওসি আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক মিলিজিয়াসমিন ও তার পরিবার।

পাইকগাছায় দু'বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন স্কুল শিক্ষিকা

পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক প্রতিভা মৃধা গত প্রায় ২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। যোগদানের পর ২-১ বছর নিয়মিত থাকলেও পরবর্তীতে অনিয়মিত হয়ে পড়েন এই শিক্ষক।

কর্তৃপক্ষকে ম্যানেজ করে ও বিভিন্ন ছুটি দেখিয়ে তিনি ২/৩ বছরের বেতন ভাতা উত্তোলন করেছেন। সর্বশেষ গত ০৩/০২/২০১৬ তারিখ থেকে তার বেতন ভাতা বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।


এদিকে শিক্ষকের অনুপস্থিতির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

সর্বশেষ উপজেলা চেয়ারম্যানের নির্দেশে প্রধান শিক্ষক খালেদা খাতুন অনুপস্থিতি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছেন চেয়ারম্যান বরাবর। প্রতিবেদনে যোগদানের পর হতে অদ্যাবধি উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতিভা মৃধা সহকারী শিক্ষক হিসাবে ১৬/০৯/২০১০ তারিখে ২৬ নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। প্রথম দিকে কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকলেও ২০১৪ সাল থেকে অনিয়মিত হয়ে পড়েন। ১৮/০৮/২০১৪ গতে ৩১/০৮/২০১৪ পর্যন্ত ১৪ দিন চিকিৎসা ছুটি নেন। এরপর ০১/০৯/২০১৪ হতে ২৪/০৭/২০১৫ পর্যন্ত বিনানুমতিতে অনুপস্থিত থাকেন। তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্রের কাছ থেকে অনুপস্থিতর সময়কাল চিকিৎসা ছুটি হিসাবে পাশ করিয়ে ২৫/০৭/২০১৫ তারিখ কর্মস্থলে যোগদান করেন।

এরপর দুই দিন কর্মরত থেকে ২৭/০৭/২০১৫ হতে ২১/০১/২০১৬ পর্যন্ত মাতৃকালীন ছুটি নেন। ছুটি শেষে ২৩/০১/২০১৬ তারিখে যোগদান করেন। এরপর এক দিন মৌখিক ছুটি নেন। পরবর্তীতে ০৩/০২/২০১৬ তারিখ হতে অদ্যাবধি গত ২১ মাস যাবত শিক্ষক প্রতিভা মৃধা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, চিকিৎসা ও মাতৃকালীন ছুটির কোন কাগজপত্র তিনি বিদ্যালয়ে জমা দেননি। এ ব্যাপারে প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানো পত্র প্রদান করে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও শিক্ষক প্রতিভার সাথে যোগাযোগ করতে পারেননি।

বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী প্রধান শিক্ষককে সহকারী শিক্ষক প্রতিভা মৃধার অনুপস্থিত সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।

এ সংক্রান্ত প্রতিবেদন গত রোববার উপজেলা চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়েছে বলে প্রধান শিক্ষক খালেদা খাতুন নিশ্চিত করেছেন।

পাইকগাছায় পৌঁছেনি বিনামূল্যের শতভাগ বই

বই উৎসবের ৫ দিন বাকি থাকলেও পাইকগাছায় এখনো শতভাগ নতুন পাঠ্যবই পৌঁছেনি। ২০১৮ সালে মাধ্যমিক ও প্রাথমিকের ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৯৩ হাজার ৯১০টি নতুন বইয়ের চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী ইতোমধ্যে ৩ লাখ ২৯ হাজার ৪১০টি বই পৌঁছেছে। এখনো বাকি রয়েছে প্রায় ৬৫ হাজার বই।
পাইকগাছার ১৬৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা রয়েছে ১ লাখ ২২ হাজার ৬১০, যার মধ্যে শতভাগ বই পৌঁছেছে বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ। আর ৫৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা ২ লাখ ৭১ হাজার ৩০০। বই পৌঁছেছে ২ লাখ ৬ হাজার ৮০০। এখনো প্রায় ৬৫ হাজার বই পৌছায়নি বলে জানা গেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই পৌঁছে যাবে বলে ধারণা করছেন সংশিষ্ট মাধ্যমিক শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ।

পাইকগাছা উপজেলায় ১৬৬টি প্রাথমিক পর্যায়ের স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এ সব প্রতিষ্ঠানে ২০১৮ সালের নতুন বইয়ের চাহিদা রয়েছে ১ লাখ ২২ হাজার ৬১০টি। যার মধ্যে প্রথম শ্রেণির ৫ হাজার ৯০০, দ্বিতীয় শ্রেণির ৫ হাজার ৫০০, তৃতীয় শ্রেণির ৫ হাজার ২০০, চতুর্থ শ্রেণির ৫ হাজার ও পঞ্চম শ্রেণির ৪ হাজার ৫৫০টি।
চাহিদার শতভাগ বই ইতোমধ্যে এলাকায় পৌঁছেছে বলে দাবি করেছেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হচ্ছে এবং বই উৎসবের প্রস্তুতিও চলছে জোরেসরে। আগামী ১ জানুয়ারী বই উৎসবে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
এ ব্যাপারে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল বলেন, আমরা জানতে পেরেছি শতভাগ বই ইতোমধ্যে পৌছে গেছে। আজ কালের মধ্যে চাহিদার সকল বই আমাদের হাতে আসতে পারে।
এদিকে উপজেলায় ৫৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এসব প্রতিষ্ঠানে নতুন বছরে বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৭১ হাজার ৩০০টি। যার মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ৭০ হাজার, ৭ম শ্রেণির ৬৮ হাজার ৬০০, ৮ম শ্রেণির ৬৩ হাজার ও ৯ম শ্রেণির ৬৯ হাজার ৭০০। চাহিদা অনুযায়ী ইতোমধ্যে ২ লাখ ৬ হাজার ৮০০ বই পৌছালেও এখনো বাকী রয়েছে ৬৪ হাজার ৫০০ বই। যার মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ৪০ হাজার ও ৯ম শ্রেণির ২৪ হাজার ৫০০ বই বাকী রয়েছে।
তবে বই উৎসবের এখনো যে কয়দিন বাকি রয়েছে, তার মধ্যে চাহিদার শতভাগ বই পৌছে যাবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। উপজেলা মাধ্যমিক এ শিক্ষা কর্মকর্তা জানান, আশা করছি ১ জানুয়ারী বই উৎসবে সকল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা সম্ভব হবে।
--মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা।

Monday, December 25, 2017

গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড; ১০টি ঘর ভস্মীভূত

পাইকগাছার গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। আংশিক পুড়ে গেছে আরও ১০টি ঘর। মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালী বাজার সংলগ্ন শিবসা নদীর পাড়ে আবাসন প্রকল্পে রান্নার চুলার পাশে রাখা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া ১০টি ঘরের আংশিক পুড়ে যায়।

২০টি পরিবারের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।



পাইকগাছায় রোহিঙ্গা আটক

পাইকগাছায় স্থানীয় জনতার সহায়তায় ফেরমান নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গা ফেরমান (৬০) কে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।



পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক রোহিঙ্গা নাগরিক ভিলেজ পাইকগাছার মোটরসাইকেল স্ট্যান্ড মোড়ে ঘোরাঘুরি করছিল। তার সাথে দুটি বস্তা ছিল। এ সময় তার গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তার ভাষা বোঝা না যাওয়ার কারণে কাগজ কলম দিয়ে তার পরিচয় জানান চেষ্টা করি। এলোমেলো লেখা মিলিয়ে পরিচয় জানা যায়, সে মায়ানমারের নাগরিক, তার নাম ফেরমান, পিতা- আরমুন, গ্রাম- বাউনডরিং। 

পরে দুপুর দেড়টার দিকে ফেরমানকে চট্টগ্রামগামী বাসযোগে কক্সবাজারের কুতুপালং শরনার্থী ক্যাম্প পুলিশের নিকট ফেরত পাঠানো হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে, যার নং- ১১৪৪, তারিখ- ২৫/১২/১৭।

Sunday, December 24, 2017

পাইকগাছায় ৩১ ক্যাথলিক মিশনে বড়দিন উদযাপন

সকল প্রস্তুতি সম্পন্ন করে রোববার দিবাগত রাত ১২টা থেকে পাইকগাছা উপজেলার ৩১টি ক্যাথলিক মিশনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র বড়দিন। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি। 


বড়দিন উপলক্ষে রঙ তুলির আঁচড়ে পরিপাটি করে সাজানো হয়েছে পাইকগাছা পৌর সদরের ক্যাথলিক মিশন এলাকার প্রতিটি বাড়ি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ির আঙ্গিনা। সড়ক ও বসতবাড়ির সামনে অনেকেই ঝুলিয়েছেন বড়দিনের শুভেচ্ছা সম্বলিত ব্যানার। মেহেদী আর নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।


প্রতি বছরের ন্যায় এবারও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, গড়ইখালী ক্যাথলিক চার্চ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার চার্চ, পৌরসভার ৬নং ওয়ার্ডের ওয়েস্টলিয়ান চার্চ, গংরক্ষী টালিথা কুমি, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসপি মিশন, মামুদকাটী এসডি মিশন, গ্রেস ব্যাপটিস্ট চার্চ, কাশিমনগর এসডি মিশন, উত্তর কাশিমনগর এফসিসিবি চার্চ, কাশিমনগর গ্রেস চার্চ, সলুয়া এফসিসিবি চার্চ, উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট চার্চ, উলুডাঙ্গা এফসিসিবি চার্চ, হরিঢালী ফোর-স্কয়ার ও টালিয়া কুমি চার্চ, পুরাইকাটী এফসিসিবি চার্চ, দেবদুয়ার টালিথা কুমি চার্চ, বাঁকা ভবানীপুর ম্যাথডিস্ট কাশিমনগর ওয়েস্টলিয়ান চার্চ, কাশিমনগর ম্যাথডিস্ট চার্চ, বাতিখালী গুচ্ছগ্রাম ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ ক্যাথলিক চার্চ, কাঠিপাড়া ক্যাথলিক চার্চ, খ্রীষ্টো মন্ডলী চার্চ খ্রীষ্টীয়, ভবানীপুর ওয়েস্টলিয়ান চার্চ, গদাইপুর ম্যাথডিস্ট চার্চ ও কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট চার্চসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


ইতোমধ্যে মিশনগুলোতে গেট, প্যান্ডেল ও আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

ছবি তুলেছেন :: মোঃ আব্দুল আজিজ

Wednesday, December 20, 2017

পাইকগাছায় ক্লিনিকের টাকা পরিশোধে নবজাতক কন্যাকে বিক্রি

অভাবের সংসারে তৃতীয় কন্যা সন্তান, তাই নবজাতক শিশু কন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল পাইকগাছার এক দম্পতি। নবজাতকের সুন্দর ভবিষ্যতের চিন্তায় এবং ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের কথা ভেবে জন্মের পরের দিন পাইকগাছা পৌর এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে ৪ হাজার ২০০ টাকায় নবজাতক শিশুটিকে বিক্রি করে তার বাবা মা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের দিলিপ সরদারের স্ত্রী সুভাসী সরদার গত ১২ ডিসেম্বর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এ পরিবারে আরও ২টি কন্যা সন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়।

বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার সকালে হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়। 

অভাবের সংসারে পরপর ৩টি কন্যা সন্তান হওয়ায় দুশ্চিন্তায় পড়েন দিলিপ দম্পতি। একদিকে অভাবের সংসারে সন্তানের ভবিষ্যতের চিন্তা অন্যদিকে ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের চিন্তা। তাই শেষমেশ নবজাতক কন্যা সন্তানকে ৪ হাজার ২০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে বাধ্য হন এই দম্পতি। 

এ ব্যাপারে শিশুটির পিতা দিলিপ সরদার জানান, অভাবের কারনেই শিশুটিকে বিক্রি করতে হয়েছে।

এদিকে লক্ষ্মণ চন্দ্র সরদার নবজাতক কেনার কথা স্বীকার করে জানান, আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে নবজাতককে নিয়ে আসিনি। দিলিপ দম্পতি ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের জন্য ৪ হাজার ২০০ টাকার বিনিময়ে তাদের নবজাতক কন্যা সন্তানকে আমাদের কাছে দিতে রাজি হয়। আমাদের কোন সন্তান না থাকায় শিশুটিকে পেয়ে তারা অনেক খুশি।

ফারিন হাসপাতালের মিন্টু জানান, জন্মের পরের দিন ক্লিনিকের বিল পরিশোধ করে সন্তান নিয়ে তারা চলে যায়। বিক্রি করেছে কিনা এ বিষয়টি আমার জানা নেই।

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দম্পতি

পাইকগাছায় মন্দিরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছে।


মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সম্পত্তি ও মন্দিরে জমিদাতা মৃত রণজিৎ ঘোষের ছেলে নারায়ন চন্দ্র ঘোষের সাথে প্রতিপক্ষ একই এলাকার মৃত মনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার কিছু দিন পূর্বে প্রতিপক্ষরা মন্দিরের সামনে বাথরুম তৈরী করার চেষ্টা করলে প্রতিপক্ষদের সাথে মন্দির কমিটি ও নারায়ণ ঘোষের বিরোধ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত শুক্রবার বিকেলে প্রতিপক্ষরা নারায়ণ ঘোষের সম্পত্তির ঘেরা-বেড়া ও মন্দিরের আসবাব পত্র ভাংচুর করতে থাকলে এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন নারায়ণ ঘোষ (৫৫) ও তার স্ত্রী বীথিকা ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে বীথিকা ঘোষের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীথিকার মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী বাদী হয়ে প্রতিপক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছে। যার নং-১৯, তাং-১৬/১২/১৭ ইং।

বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

সাতক্ষীরায় মোবাইল ফোন কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না পাইকগাছার দুই বন্ধুর। একজনের ঠিকানা হয়েছে পরপারে। আরেকজনের হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার ভোমরায় মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন উজ্জ্বল সরদার (৩০)। আর গুরুতর আহত হন বন্ধু কাউন্সিলর রবি শংকর মন্ডল (৩০)।

উজ্জ্বল সরদার ও রবি শংকর মন্ডল
সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার কাউন্সিলর রবি শংকর তার দোকানের মোবাইল ফোন কিনতে বন্ধু পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল সরদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার ভোমরায় যান। সন্ধ্যার পর ভোমরার একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে তারা দু'জনই চা পান করছিলেন। এমন সময় একটি মালবাহী ট্রাকের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয় এবং কাউন্সিলর রবি শংকরের হাত-পা ভেঙ্গে গুরুতর আহত হয়। আহত রবিকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আহত রবি শংকর মন্ডল
রবি শংকর পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সরল গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের ছেলে এবং উজ্জ্বল সরদার ৯নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের অনাথ বন্ধু সরদারের ছেলে। মৃত্যুর খবরে উজ্জ্বলের পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙ্গে পড়েছেন রবির পরিবার।

নিহত উজ্জ্বল সরদার
এ রিপোর্ট লেখা পর্যন্ত উজ্জ্বলের মৃতদেহ সাতক্ষীরা থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছিল। 

অপরদিকে, গুরুতর আহত কাউন্সিলর রবিকে দেখতে মেয়র সেলিম জাহাঙ্গীরের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যবৃন্দ অবস্থান করছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন :: ভোমরায় ট্রাক চাপায় নিহত পাইকগাছার উজ্জ্বল; আহত কাউন্সিলর রবি

Tuesday, December 19, 2017

পাইকগাছায় ৬ ডাক্তারের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ ডাক্তারের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে জনৈক বিপ্লব নামের এক ব্যক্তি চাঁদার দাবি করেছে। মোবাইল ফোনে চাঁদার দাবি করে নানা রকমের ভয় ভীতিও দেখানো হয়েছে ডাক্তারদের। এ ঘটনার পর থেকে ডাক্তার পাড়ায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ থানায় জিডি করেছেন।


সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ২টার দিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে জনৈক বিপ্লব নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি নম্বর থেকে ফোন করে। সে সময় স্বাস্থ্য কর্মকর্তা খুলনায় মাসিক সভায় অবস্থান করছিলেন। ফোনে জনৈক বিপ্লব নামের এক ব্যক্তি বলে, তার বসের সাথে কথা বলতে।

পরবর্তিতে তার বস পরিচয়ের ব্যক্তি বলে, তাদের দলের অনেক সদস্য বর্তমানে অসুস্থ, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সে কারনে ডাক্তারদের কাছে সহযোগীতা চাচ্ছে। যদি তাদেরকে টাকা না দেওয়া হয় তাহলে পরিবারের সদস্যদের অনেক ক্ষয়ক্ষতি হবে বলে নানান হুমকি দেওয়া হয়।

সভা শেষে নিজ কর্মস্থল পাইকগাছায় এসে স্বাস্থ্য কর্মকর্তা জানতে পারেন কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রব এর নিকট বেলা ১টা ৫৭ মিনিটে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ এর নিকট বেলা ২টার দিকে, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল এর কাছে বেলা ২টা ১ মিনিটের দিকে, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল এর কাছে বেলা ২টা ৩ মিনিটের দিকে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকারের কাছে বেলা ২টা ৬ মিনিটের দিকে একই নম্বর দিয়ে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন দিয়ে একই কথা বলে চাঁদা এবং তাদের চাঁদার টাকা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি হবে বলে নানান হুমকি দেওয়া হয়।

এরপর থেকে ডাক্তার পাড়ায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার পর থেকে উক্ত নম্বরটি বন্ধ পাওয়া গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন।

চাঁদা দাবি, হুমকি এবং ডাক্তরদের আতঙ্কের বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ সিভিল সার্জনকে মোবাইল ফোনে অবহিত করেন। রাতেই এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ও অন্যান্য ডাক্তারবৃন্দ উক্ত ফোন নম্বর উল্লেখ করে পাইকগাছা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডাক্তারদের কাছে চাঁদা দাবির বিষয়টি পাইকগাছার টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

ভোমরায় ট্রাক চাপায় নিহত পাইকগাছার উজ্জ্বল; আহত কাউন্সিলর রবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় একটি ট্রাক চায়ের দোকানকে চাপা দেওয়ায় পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল সরদার ঘটনাস্থলেই নিহত হ‌য়ে‌ছেন। গুরুতর আহত হ‌য়ে‌ছেন পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রবি শংকর মন্ডল'সহ ৩ জন।

মঙ্গলবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে ভোমরা বন্দ‌রের সোনালী ট্রান্স‌পো‌র্টের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

উজ্জ্বল সরদার ও রবি শংকর মন্ডল
সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার কাউন্সিলর রবি শংকর মন্ডল তার বন্ধু উজ্জ্বল সরদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার ভোমরায় যান। সন্ধ্যার পর ভোমরার একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে তারা দু'জনই চা পান করছিলেন। এমন সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয় এবং কাউন্সিলর রবি শংকরের হাত-পা ভেঙ্গে গুরুতর আহত হয়।

ভোমরা ই‌মি‌গ্রেশন পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) জু‌য়েল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়‌কের পাশে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির চা‌য়ের দো‌কা‌নকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই নিহত হয় উজ্জ্বল সরদার (৩০) আর গুরুতর আহত হয় রবি শংকর (৩০) সহ ৩ জন। আহত রবিকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আহত কাউন্সিলর রবি শংকর মন্ডল
উজ্জ্বলের মর্মান্তিক মৃত্যুর সংবাদে পাইকগাছা পৌর সদরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত উজ্জ্বল সরদার

আরও পড়ুন :: বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

Monday, December 18, 2017

পাইকগাছায় ফেনসিডিলসহ আটক ২

পাইকগাছা পৌর সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার এসআই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাবু গাইনের বাড়ি থেকে ভাড়াটিয়া প্রফুল্ল মান্নার ছেলে পল্লব মান্না বাবু (৪৫) ও রমেছা বেগম ওরফে মঞ্জুয়ারা (৩৫) নামে এক গৃহবধূকে ৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন।


অটক পল্লব ভাড়াটিয়া হিসেবে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। তার বাড়ি যশোরে। অন্যদিকে মঞ্জুয়ারা পাটকেলঘাটার তেচ্ছি গ্রামের ঠিকানা দিলেও পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Saturday, December 16, 2017

'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী | আজকে সময় পিছু ফিরে দেখার

আজ ১৬ই ডিসেম্বর 'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ৫টি বছর পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি আমরা। 

১৮২৫ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে।


একটি কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমাদের লক্ষ্য ছিল পাঠক সংখ্যা বৃদ্ধি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং পাঠকের সংবাদ তৃষ্ণাকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যে নিরলস কাজ করে গেছি।

প্রিয় পাঠক, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৫ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে আনবে আরও ভালোকে।

Friday, December 15, 2017

নারী ভ্যানচালক পাইকগাছার হেনা পারভীন

ভ্যানের চাকায় সংসার চলে তার। আত্মপ্রত্যয়ী ও জীবনযুদ্ধে সংগ্রামী নারী হেনা পারভীন, জীবিকা নির্বাহের জন্য তিনি বেছে নিয়েছেন ভ্যানচালকের পেশা। হেনা পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আব্দুল করিমের কন্যা। 


স্বামী মারা যাওয়ার পর থেকে পিতার বাড়িতে থেকে সংগ্রামী জীবন যাপন করছেন হেনা। তার দুই সন্তানকে নিয়ে গদাইপুর ইউনিয়নের বিরাশীর একটি খাস জমিতে খুপড়ি ঘরে বসবাস করেন।

পুরুষের সাথে সমান তালে ভ্যান চালিয়ে রোজগার করেন তিনি। ভ্যান চালানোর পাশাপাশি গ্রাম থেকে জ্বালানি কাঠ ও শাক-সবজি ক্রয় করে পাইকগাছা পৌরসভায় ফেরি করে বিক্রি করেন।

স্বামী মৃত্যুর পর ভূমিহীন পরিবারের এ আত্মপ্রত্যয়ী নারী জীবনযুদ্ধে অবিরাম সংগ্রাম করে চলেছেন।

পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সন্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কৃতি সন্তানেরা প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন স্তরে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সুনাম কুড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিসংগ্রামে সকল শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে এ এলাকার মুক্তিযোদ্ধোরা ইতিহাস সৃষ্ঠি করেছেন।


বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরসভাস্থ শহীদ মিনার চত্বরে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সন্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র।

তিনি এলাকার জলবদ্ধতা নিরসনে নদী খনন, ভাঙ্গন রোধ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় এলকার মানুষের জান-মাল রক্ষার্থে টেকসই বাধ নির্মাণসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


এর আগে সন্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল। আয়োজক কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সংবাদিক সাকিলা রুমা, কৌশিক দে বাপ্পী, জেলা নাগরিক সমাজের নেতা এমএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

বক্তব্য রাখেন, এ্যাড. কিশোর দাশ, এ্যাড. সমরেশ মন্ডল, আকবর আলী, এমএ লতিফ, এসএম আফজাল হোসেন, প্রভাষক মোকারম উল আহাদ, ফারুক হোসেন, সাংবাদিক অমল মন্ডল, নুর ইসলম, শংকর মন্ডল প্রমুখ।

Thursday, December 14, 2017

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী নাদিয়া সুলতানা, প্রচেতা জামান নিধি ও মুসফেকা আফরোজ।


অনুরূপভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, ফজলুল আজম, পঞ্চানন সরকার, রোকনুজ্জামান, শিক্ষার্থী রুমানা ইসলাম মৌ, মৌমিতা শীল, জান্নাতুল ফেরদৌস চাঁপা ও সুমাইয়া বিনতে মাসুদ।


এছাড়া পাইকগাছা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মিঠু গাজী (৩৪) উপজেলার উত্তর নাছিরপুর গ্রামের শামছুর গাজীর ছেলে।


ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই মহিবুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কপিলমুনির সিংহবাড়ির সামনের প্রধান সড়ক থেকে ১০০ পিস ইয়াবাসহ মিঠু গাজীকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজয়ের মাসে পাইকগাছায় লাল সবুজের ফেরিওয়ালা রিপন

স্মৃতিচারণ :: বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। নাম তার মোঃ রিপন হোসেন। ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ডসহ বিজয় দিবসে ব্যবহার উপযোগী হরেক রকম সামগ্রী বিক্রয় করছেন তিনি। 

আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ডসহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। 


রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। 

ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার চাহিদা থাকে। তারা প্রতিবছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করেন।

-প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা। (ডিসেম্বর ২০১৬) 

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। আসামি মোতালেব আলী হাওলাদার (৬০) উপজেলার দেলুটি ইউনিয়নের মৃত সুন্দর আলী হাওলাদারের ছেলে।


পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন, আটক মোতালেব পাইকগাছা থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৫২/০৩ নং মামলার আসামি। আদালতে তার ৩ বছরের সাজা হয়। বুধবার দুপুরে এএসআই মহিবুলাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলুটি খেয়াঘাট এলাকা থেকে মোতালেব'কে গ্রেফতার করেন।

পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়ে গেল পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ১৫ জন রোভার ও ৭ জন গার্লস ইন রোভারকে দীক্ষা প্রদান করা হয়।


বুধবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে খুলনা জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বানু ডলি।




বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা রোভার স্কাউটসের প্রতিনিধি জিএমএম আজাহারুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোমিন উদ্দীন, প্রভাষক সুষ্মিতা সরকার, হারুন-অর-রশীদ, লিলিমা খাতুন, মল্লিকা অধিকারী, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোবারক হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, শিক্ষার্থী এরশাদ হোসেন, পম্পা সরদার, আল-আমিন মোড়ল ও আফরোজা সুলতানা।

Tuesday, December 12, 2017

গাংরখী নদী উন্মুক্ত ঘোষণা

পাইকগাছা ও কয়রা উপজেলার সীমান্তবর্তী আলোচিত শালিকখালী (গাংরখী) নদী আগামী বছরের পহেলা বৈশাখ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকেলে দক্ষিণ কুমখালী বি.বি. বালিকা বিদ্যালয় মাঠে গাংরখী নদী উন্মুক্ত করার দাবিতে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন।


এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষ যাতে ইজারাদার কর্তৃক নির্যাতিত না হয় এবং এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হয়, এ জন্য আগামীতে গাংরখী নদী আর ইজারা দেওয়া হবে না।

ইতোমধ্যে ইজারা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে উপ-আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে উল্লেখ করে এমপি বলেন, আগামী বছরের প্রথম থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে জনগুরুত্বপূর্ণ গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, পাইকগাছা ও কয়রার উপজেলার গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্যবর্তী ৭২ একর আয়তনের শালিকখালী (গাংরখী) বদ্ধ নদীর ইজারাদার কামরুল গাইন গত ৭ বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।


গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, এমপি পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, আ’লীগ নেতা গাজী মিজানুর রহমান, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, মহাশিষ সরদার, বিএম শফি, আক্তার হোসেন গাইন, কৃষ্ণ মন্ডল, আব্দুস সাত্তার, অবনীষ সরদার, দীলিপ কুমার সানা, কৃষ্ণপদ মন্ডল, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত প্রমুখ। 

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।

বক্তব্য রাখেন, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ ও আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা। 

কপিলমুনিতে গাঁজাসহ বিক্রেতা আটক

পাইকগাছার কপিলমুনিতে  ১০ পুরিয়া গাঁজাসহ আলামিন গাজী (২৫) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে স্থানীয় ফাঁড়ি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কপিলমুনি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম ও এ এস আই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ আলামিন গাজীক নাছিরপুর নিকারী পাড়া মোড় থেকে গ্রেপ্তার করে। সে নাছিরপুর গ্রামের রুহুলামিন গাজীর ছেলে।


এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গড়ইখালীর আইন শৃঙ্খলা নিয়ে মাসিক সভায় উদ্বেগ প্রকাশ

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক।


সভায় সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জনের উপর হামলার সুষ্ঠু বিচার, গ্রাম আদালত ব্যবস্থাপনা কার্যকর, আলোকদ্বীপ গুচ্ছগ্রাম এলাকায় মাদকের ব্যবহার, ইউপি সচিব ধীমান মল্লিকের নামে মামলা প্রত্যাহার, পৌরসভায় অস্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গাংরখি নদী ও নাছিরপুর খালের অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ, হাসপাতাল মোড়ের সড়ক সম্প্রসারণ, শঙ্কদানা কাঁঠের ব্রীজ সংস্কার, চিংড়ি চাষ নিয়ন্ত্রণ ও ধান্যকর্তন প্রতিরোধ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

গড়ইখালী ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা উল্লেখ করে সভায় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, গত সোমবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাবু গাইন প্রকাশ্যে রব্বানী গাজী নামে এক ব্যক্তিকে ঝাড়ু পেটা করে। এভাবেই বাবু গাইন প্রতিটি সেকেন্ডে বিভিন্ন অপরাধ মূলক কাজ করে গড়ইখালীর আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।

ইউপি চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে এমপি নূরুল হক বলেন, একমাত্র গড়ইখালী বাদে উপজেলার সবগুলো ইউনিয়ন এবং পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বাবু গাইনের অত্যাচার ও নির্যাতনে জর্জরিত গড়ইখালীবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাবু গাইনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ওসি আমিনুল ইসলামকে নির্দেশ দেন এমপি নুরুল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু।

বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, আজহারুল ইসলাম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, সুরাইয়া বানু ডলি, খালেকুজ্জামান, জিএম আজহারুল ইসলাম, আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দীন, এন ইসলাম সাগর, প্রকাশ ঘোষ বিধান, মোঃ দাউদ শরীফ, গাজী মিজান ও মহিদুল ইসলাম।

পাইকগাছায় আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ গত ৬ মাস আগে শেষ হলেও এখনো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পৌর বাজারের প্রাণকেন্দ্রে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। বিজয় দিবসের আগে কমপ্লেক্সটি হস্তান্তর করার কথা থাকলেও কিছু কাজ অসম্পন্ন থাকায় এবং নানা জটিলতার কারণে চলতি মাসেও কমপেক্সটি হস্তান্তর করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশিষ্ট কর্তৃপক্ষ। 

তবে দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক কমপ্লেক্সের মতো সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ।

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (ফাইল ছবি)
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের সবচেয়ে বেশি অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু স্বাধীন দেশে জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা দীর্ঘদিন ছিলেন উপেক্ষিত। যদিও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। সরকারের নেয়া উদ্যোগের মধ্যে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত সারাদেশে মুক্তিযোদ্ধাদের কাছে প্রশংসিত হয়েছে।

সারাদেশের ন্যায় পাইকগাছা পৌর বাজারের প্রাণ কেন্দ্রে সাড়ে ৮ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ারফুট আয়তনের ৩ তলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

কমপ্লেক্সের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকা। ২০১৩ সালের ৭ নভেম্বর এর নির্মাণ কাজ শুরু করা হয়। উপজেলা প্রকৌশল দপ্তরের তত্তাবধায়নে নির্মাণ কাজ করে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়াই এ খাঁন। নির্মাণ কাজ সম্পন্ন করার নির্ধারিত সময় নির্ধারণ করা হয় চলতি বছরের অর্থাৎ ২০১৭ সালের ১৮ জুন। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন উপজেলা প্রকৌশল দপ্তর কর্তৃপক্ষ।

এ বছর বিজয় দিবসের আগে কমপেক্সটি মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তরের কথা ছিল বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। মুক্তিযোদ্ধা এ কমান্ডার বলেন, বিদ্যুৎ ও পানির লাইন স্থাপনসহ কমপেক্সের ছোট খাটো কিছু কাজ এখনো বাকী রয়েছে। আমরা আশা করেছিলাম বিজয় দিবসের আগেই কমপ্লেক্স হস্তান্তর করা হবে। তবে জেলা প্রশাসক ও ইউএনও সাহেব আন্তরিক হলে বিজয়ের মাসের মধ্যেই এটি হস্তান্তর করা সম্ভব।

তবে হস্তান্তর যে দিন হোক, আমাদের জন্য সরকার যে সুব্যবস্থা করেছেন তার জন্য আমরা মুক্তিযোদ্ধারা সকলেই কৃতজ্ঞ। আমাদের উপজেলায় ২৩৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধা এখনো জীবিত রয়েছেন। স্বাধীনতার পর এক সঙ্গে এতো মুক্তিযোদ্ধার বসার কোন জায়গা ছিলো না। আমরা ঠিকমত কোন মিটিং করতে পারি না। আমাদের ছিল না কোন আয়ের উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকার স্থলে ১০ হাজার টাকা এবং বছরে ২০ হাজার টাকা উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। সর্বপরি একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার মাধ্যমে আমাদের জন্য একটি স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। সভা-সমাবেশের জন্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আয়ের উৎস হিসাবেও এটি ব্যাপক ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে কমপ্লেক্স নির্মাণ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা।

Monday, December 11, 2017

মুমূর্ষু শিবসা’র কান্না!

কপোতাক্ষ তো কাঁদতে কাঁদতে শেষ! এবার কি তবে শিবসার পালা?


এ কান্নার আওয়াজ কি আমাদের জনপ্রতিনিধিদের কর্ণকুহরে পৌছায় না? নাকি তারা কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না?

ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তোলা।

বিশেষ দ্রষ্টব্য : এটি 'ভয়েস অফ পাইকগাছা'র ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের একটি পোস্ট। ছবিতে দৃশ্যমান স্থানটিতে এখন 'মিনি সুন্দরবন' সৃষ্টি হয়েছে!

কর্তৃপক্ষের কর্ণকুহরে শিবসার কান্নার আওয়াজ পৌঁছেছে কিনা জানা নেই! তবে নদী খননের উদ্যোগ না নিয়ে জেগে ওঠা চরে গাছ লাগানো আর শিবসার গলা টিপে কান্না থামানো সম্ভবত একই ব্যাপার। 

Sunday, December 10, 2017

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, এসআই মোমিন, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন, যুগ্ম-সচিব মোঃ নূরুল ইসলাম, বেগম সুফিয়া কেরামত। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এসএম লোকমান হাকিম, আনোয়ার হোসেন, হিরন্ময় রায়, বিকাশেন্দু সরকার, ইদ্রিস আলী মোল্লা, এসএম মোজাম্মেল হক, সরদার আমিন উদ্দীন, ফজলুর রহমান, আজহারুল ইসলাম পল্টু, মোবারক হোসেন ও লিপিকা ঢালী।