Wednesday, December 14, 2016

বিজয়ের মাসে পাইকগাছায় পতাকার ফেরিওয়ালা রিপন

বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছেন ফেরিওয়ালা মোঃ রিপন হোসেন। ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ডসহ বিভিন্ন বিজয় দিবসে ব্যবহার উপযোগী সামগ্রী বিক্রয় করছেন তিনি। আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ডসহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। 


রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার চাহিদা থাকে। তারা প্রতিবছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করেন।

-প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা।