শব্দ দূষণ সমস্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পাইকগাছা পৌর বাজারের ব্যবসায়ী,
ক্রেতাসাধারণসহ গোটা পৌরবাসী। যেকোন রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক সংগঠন
কোন সভা সমাবেশ করলে তা অনুষ্ঠিত হয় পৌর বাজার জিরোপয়েন্টে অথবা ত্রিমোহনী
মোড়ে বা পৌর পরিষদ চত্ত্বরে। একাধিক মাইক বাজিয়ে চলে সভা-সমাবেশ। বিশেষ
কোন সমাবেশ হলে তার দু’চার দিন আগে থেকে বাজার এলাকায় মাইকিং করে প্রচারণা
চলে।

তাছাড়া মাছবাহী ট্রাক-পিকআপগুলো বাজার অভ্যন্তরে হাইড্রোলিক
হর্ণ বাজায় হরহামেশা। ইঁদুর-তেলাপোকা মারার ওষুধ বিক্রেতারা হ্যান্ড মাইক
নিয়ে গোটা বাজারে ঘুরেঘুরে প্রচার করে চলেছে। মোবাইল ফোনের মেলা, সিমের
মেলা, বিশেষ কোন ডাক্তার বাইরে থেকে এসে রুগী দেখবেন তাও মাইক বাজিয়ে
প্রচার করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকসহ
বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলে দিনভর চলে মাইক।
বর্তমান সময়ে বেশি সমস্যা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারদের প্রচার প্রচারণা
নিয়ে। কোন ডাক্তার কবে, কখন, কোথাই রোগী দেখবেন তা প্রচার করা হচ্ছে পৌর
শহরে মাইক বাজিয়ে ঘুরে ঘুরে। একাধিক মাইকের শব্দে পৌর বাজারে অবস্থানরত ব্যবসায়ী মহল ও ক্রেতা সাধারণরা অতিষ্ঠ হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ক্ষোভের সাথে বলেন, মোবাইল ফোনে কথা
বলা তো দূরে থাক, কাছ থেকে কেউ কিছু বললেও বুঝে ওঠা দায় হয়ে পড়েছে। পৌর ও
উপজেলা শহরের বাজারে এমনিতেই মানুষজনের ভীড় থাকে বেশি, তার উপর একাধিক
মাইকের শব্দে কাহিল হয়ে পড়ছেন পৌর বাজার ও তার আশপাশ এলকার সকলে।
শব্দ দূষণ প্রসঙ্গে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও শব্দ নিয়ন্ত্রণের
ব্যাপারে অদ্যবধি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের
আশ্বাস প্রদান করলেও বাস্তবে কোন প্রতিকার পাওয়া যায় না বলে ব্যবসায়ীদের
অভিযোগ। এভাবে প্রতিনিয়ত শব্দ দূষণ হয়ে থাকলেও প্রতিকারের ব্যাপারে কারো
কোন মাথাব্যথা নেই।