Friday, September 27, 2013

ফেসবুকে এল স্ট্যাটাস সম্পাদনার সুবিধা

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মনে যদি মনে হয় বানান বা তথ্যে ভুল আছে আর তা সম্পাদনা করা প্রয়োজন এখন থেকে সহজেই করতে পারবেন। এতদিন ফেসবুক স্ট্যাটাস এডিট বা সম্পাদনার সুযোগ না থাকায় ফেসবুক ব্যবহারকারীকে নানা অসুবিধায় পড়তে হয়েছে। এবারে স্ট্যাটাস বা মন্তব্য সম্পাদনা করার সুবিধা যুক্ত করছে ফেসবুক। এর আগে ২০১২ সালে কমেন্ট বা স্ট্যাটাসের বিপরীতে লেখা মন্তব্য সম্পাদনার সুযোগ চালু করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

যারা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন তাঁরা স্ট্যাটাসের ডান দিকে কোনটিতে ক্লিক করে স্ট্যাটাস সম্পাদনা করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর থেকে স্ট্যাটাস এডিট করার সুবিধাও যুক্ত করেছে ফেসবুক। স্ট্যাটাস এডিট করার সুবিধাটি ওয়েব ছাড়াও অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা পারছেন। শিগগিরই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করবে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ফেসবুক ব্যবহারকারীর কাছে স্ট্যাটাস সম্পাদনার সুবিধা পর্যায়ক্রমে পৌঁছাবে। তাই এখনও যাঁরা এ সুবিধা পাননি তাঁদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে বলেছে ফেসবুক।

ফেসবুকের ক্ষেত্রে স্ট্যাটাস সম্পাদনার সুযোগ দেওয়ার বিষয়টি ছিল চ্যালেঞ্জের। কেউ ভালো স্ট্যাটাস লিখে লাইক বা মন্তব্য পাওয়ার পর তা এডিট করে বিতর্কিত স্ট্যাটাস করে ফেলতে পারে। আবার বিতর্কিত পোস্ট ঘুরিয়ে ফেলতে পারে।

তবে, কমেন্টের মতোই স্ট্যাটাস এডিট লগ দেখার সুবিধা স্ট্যাটাসের এডিটের ক্ষেত্রেও থাকছে। স্ট্যাটাস দেওয়ার সময় যেখানে প্রদর্শিত হয় তার পাশেই স্ট্যাটাসটি সম্পাদনা করা হয়েছে কিনা বা যা পরিবর্তন করা হয়েছে সব তথ্য দেখা যাবে। এতে করে স্ট্যাটাসদাতা শুধু বানান বা তথ্যগত ভুল যাতে ঠিক করে নিখুঁত স্ট্যাটাস দিতে পারবেন।

কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কয়রার সকল এনজিও’র সমন্বয়ে কয়রা ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউ.পি চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কয়রা ইউ.পি’র সকল সদস্যবৃন্দ ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন জেজেএস, ইসলামী রিলিফ, প্রদীপন, রূপান্তর, ডিআরআর, ব্র্যাক, ক্যারল ও সুশীলনের কর্মকর্তাবৃন্দ। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইসলামী রিলিফ কয়রা সদর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন করে যোগ হয়েছে।

এ বিষয়ে ইসলামী রিলিফ প্রকল্প পরিচিতি সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করেন পিও মিজানুর রহমান, এপিও মাহফুজ কবির, কুদরাত উল্লাহ ফারুকী এবং পিও উজ্বল কুমার কুন্ড, সভায় ইসলামী রিলিফের সিআর নিয়ে বিষদ আলোচনা করা হয়।

সভায় কয়রা সদর ইউ.পি চেয়ারম্যান সকল এনজিও’র কাছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় ব্যক্তিকে সাবলম্বী না করে সমষ্ঠিতগত ভাবে এলাকা রক্ষনা বেক্ষনের উপর গুরুত্বারপ করেন এবং তিনি বিভিন্ন প্রকল্প উত্থাপন করেন।

পাইকগাছায় মোটরসাইকেল চুরির সন্দেহে দু’দিনের রিমান্ডে কঙ্কন

মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে আটকমোড়লকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৭ দিনের রিমান্ডের আবেদনসহ গত ১৩ সেপ্টেম্বর কঙ্কন মোড়লকে আদালতে প্রেরণ করে পুলিশ। গতকাল বুধবার শুনানী শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ সেপ্টেম্বর পুলিশ কঙ্কন মোড়লকে আটক করে।

৪০ স্থানে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির পথসভা অনুষ্ঠিত

পাইকগাছা-কয়রায় কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে লংমার্চ সফল করার লক্ষ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় নেতৃবৃন্দ গত দু’দিনে দু’উপজেলার ৪০টি স্থানে পথসভা করেছে।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হওয়া বাগেরহাটের রামপাল অভিমুখে লংমার্চটি শুক্রবার খুলনায় পৌছানোর কথা রয়েছে। এ লংমার্চে জনসমর্থন আদায়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার কয়রা উপজেলা সদর, আমাদী, ৪নং কয়রা, কালনা, ফুলতলা, আন্তবাড়িয়া, সুড়িখালী, গিলাবাড়ী, কালিনগর, বগা, হায়াতখালী, মহারাজপুর, চৌকুনি ও এর আগে বুধবার পাইকগাছা উপজেলার কপিলমুনি, কাশিমনগর, আগড়ঘাটা, হাবিবনগর, মাহমুদকাটী, নতুনহাট ও সরল বাজারসহ গত দু’দিনে কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করেন।

সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির স্থানীয় শাখার আহবায়ক কমরেড শেখ আব্দুল হান্নান, কয়রা সিপিবি’র সভাপতি ধীরাজ বসু, রাজীব বাছাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোমিন উদ্দীন, সুভাষ সানা মহিম, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, পলাশ দাস, রাসেল, হাবিব, দিলীপ সরকার ও মনোতোষ সরকারসহ দু’উপজেলার নেতৃবৃন্দ।