Tuesday, February 4, 2014

প্রেসক্লাবের অসমাপ্ত ভবন নির্মানের ঘোষনা দিলেন বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল পাইকগাছা প্রেসক্লাবের নির্মানাধীন অসমাপ্ত ভবনের কাজ শেষ করার ঘোষনা দিয়েছেন। সোমবার শেষ বিকালে উপজেলা পরিষদের সকল বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধিজনের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ ঘোষনা দেন।

পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, এস এম বাবুল আক্তার, মিজানুর রহমান মন্টু ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

কপিলমুনিতে বিভিন্ন স্থানে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

পাইকগাছার কপিলমুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। 

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এন্ড কলেজ, কপিলমুনি ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, কপিলমুনি মেহেরুনেচ্ছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি সরকারি প্রাথমিক ব্যিালয় সহ বিভিন্ন পূজা মন্ডপে বানী বন্দনার মধ্যদিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়।

এ বছরে সবচেয়ে জাকজমকপূর্নভাবে পূজা অনুষ্ঠিত হয় কপিলমুনি হাসপাতালের অপজিটে আমরা ক’জনের উদ্যোগে। সকাল ১০টায় পূজা, অজলি অর্পন, প্রসাদ বিতরণ ও রাত ৭টায় আরতি শেষে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে পূজার সমাপ্তি ঘটে। আয়োজনে ছিল, আমরা ক’জনের সদস্যবৃন্দ।

পৌর চত্ত্বরে আলোকসজ্জিত পানির ফোয়ারা

পাইকগাছা পৌরসভার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নিরাপদ পানি মেলা ২০১৪ উপলক্ষে পৌরসভা চত্ত্বরে আলোকসজ্জিত পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে।


পাইকগাছা কলেজে শ্রী শ্রী সরস্বতী দেবীর প্রতিমা


পাইকগাছায় খেঁজুর রসের পায়েস উৎসব অনুষ্ঠিত

পাইকগাছায় শীতকালীন খেঁজুর রসের পায়েস উৎসব অনুষ্ঠিত হয়েছে। পৌরবাসীর উদ্যোগে মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্রে সংলগ্ন আম্রকানণে খেঁজুরের রস দিয়ে পায়েস তৈরী করে তা উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা মামুন সিদ্দিকী, ফারাজুল ইসলাম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, লোনাপানি কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোকবুল হোসেন, হিসাব রক ইকরামুল ইসলাম, মানিক মিয়া, গবেষণা সহকারী খন্দকার সাকিব হোসেন, কেয়ার টেকার মোয়াজ্জেম হোসেন, এ্যাডঃ নাদির আহমেদ, এস,এম, রেজাউল হক, শেখ আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি দেবব্রত কুমার রায় দেবু, সাংবাদিক আব্দুল আজিজ, মাওঃ রইসুল ইসলাম, রাকিব হোসেন, সুভাষ বিশ্বাস, মুকুন্দ মন্ডল, প্রশান্ত মন্ডল, সুভাষ মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, পরিমল ঘোষ, তপন ঘোষ, শেখ ইনছার আলী ও নীলকোমল মন্ডল।

পাইকগাছায় নছিমন উল্টে চালক নিহত

পাইকগাছায় নছিমন উল্টে এক চালক নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চাঁদখালী সাহাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী জানান, সাহাপাড়া গ্রামের নিছার গাজীর পুত্র মফিজুল ইসলাম (৩০) চাঁদখালী থেকে নছিমন চালিয়ে যাওয়ার সময় সাহাপাড়ার গেট পর্যন্ত পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে চালক মফিজুলের মাথায় মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুজন কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন।

কপিলমুনিতে দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত

দোকান বন্ধ করে বাড়ী ফিরতেই গেইটের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অনাথ সাধু। রোববার রাত ১১টায় শহরতলীর নাছিরপু গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেচাকেনার টাকা সহ বাড়ীর গৃহবধুর কানে থাকা স্বর্ণের দুল ছিড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দুর্বৃত্তরা ।

জানা গেছে, কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সূর্য ষ্টোরের মালিক অনাথ চন্দ্র সাধু (৫০) প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পুত্র সুমনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তার হাতে বেচাকেনার প্রায় ৪০/৫০ হাজার টাকার একটি ব্যাগ ছিল। এমতাবস্থায় নাছিরপুরস্থ নিজ বাড়ি গেইটের কাছে পৌঁছালে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত পিতা পুত্র দুজনকে ঘিরে ধরে মারপিট সহ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে বাড়ির গেইট খুলে তার স্ত্রী বেরিয়ে আসলে কানে থাকা স্বর্ণের দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইয়ের এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে এক প্রকার অতংক বিরাজ করছে।

আজ শ্রী শ্রী সরস্বতী পূজা

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।