Wednesday, July 23, 2014

পাইকগাছায় ঈদের বাজার জমজমাট; খুশি ব্যবসায়ীরা

আর কয়েকদিন পরে ঈদ। পাইকগাছার মার্কেট গুলিতে ঈদের কেনাকাটায় উপছে পড়া ভীড় চলছে। সকাল থেকে বিকাল ও সন্ধ্যায় ক্রেতাদের সমাগমে জমে উঠেছে মার্কেট গুলি। বর্ষা ঋতুতে ঈদ হওয়ায় সব ধরনের পোষাক প্রাধন্য পেয়েছে। তবে উজ্জ্বল রঙই বেশী পছন্দ করছে মেয়েরা। জুতা ও কসমেটিকের দোকানে লেগেছে ভীড়। সব মিলে পাইকগাছায় ঈদের বাজার জমে উঠেছে।

পাইকগাছার বিপনী বিতানগুলিতে মহিলা ও শিশুদের উপছে পড়া ভীড় লেগে আছে। পছন্দের পোশাকটি কিনতে ভিন্নতে দোকান ঘুরে দেখছে। প্রতিবারের ন্যায় এবারও মোম্বাই ফিল্ম ও ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ও চরিত্রের নামে বাহারী পোশাকের নাম করণ করা হয়েছে।

তরুণী ও গৃহবধুদের পছন্দের শীর্ষে রয়েছে পাখি থ্রি-পিচ। তাছাড়া আনার কলি ডিঙ্গাচিকা, মাসাককলির, কানামাছি, বৌমনি, পানসি, লুঙ্গীড্যান্স, আয়ুস এমন বিভিন্ন বাহারী পোশাক শোভা পাচ্ছে পাইকগাছা বিপনী বিতানগুলিতে। দেশী পোশাকের থেকে ভারতীয় বিভিন্ন ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। তাছাড়া জুতা ও কসমেটিক্সের দোকানগুলিতে ভীড় শুরু হয়েছে।

পাইকগাছা জাহান ক্লথ স্টোর, ফ্যাশন হাউস ও গার্মেন্টস, দীপ্তি ক্লথ, বিশ্বাস ক্লোথ এন্ড ওড়না হাউসের মালিকরা জানান, এবার ঈদে বেচাকেনা প্রচুর হচ্ছে। তবে মেয়েদের পছন্দ পাখি ড্রেস শীর্ষে রয়েছে।

ক্রেতা মরিয়ম, নাছিমা জানান, ভারতীয় বিভিন্ন থ্রী-পিচের মূল্য গত বছরের থেকে অনেক বেশি। দামে তারা মোটেও সন্তুষ্ট নয়। এবার পাইকগাছার মার্কেটগুলিতে রুচিসম্মত পোশাকের কালেকশন রয়েছে প্রতিটি দোকানে। সব বয়সী মানুষ পছন্দের কাপড়টি সাধ্যের মধ্যে ক্রয় করছে।

পাইকগাছায় পৌর বাজারের বিভিন্ন বিতানী বিপনী বিতানগুলি ঈদের আগ পর্যন্ত বেচাকেনা ও জমজমাট থাকবে বলে দোকান মালিকরা আশা ব্যক্ত করেছেন।

কয়রায় ছাত্রলীগের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা; একজন গ্রেপ্তার

কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’সহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে৷ গতকাল শুক্রবার কয়রা থানায় স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম মামলাটি করেন৷ পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে৷

এজাহারে উল্লেখ করা হয়েছে, কিছুদিন আগে ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন৷ গত বুধবার সন্ধ্যায় মাসুম ও তাঁর সহযোগী মুকুল গাজী, সালাউদ্দীন, বাবু সরদার, লুৎফর গাজী চাঁদার টাকা আনতে শহিদুল ইসলামের বাড়িতে যান৷ সেখানে শহিদুলকে না পেয়ে তাঁরা তাঁর দুই ছেলেকে মারধর করে চলে আসেন৷

শহিদুলের বড় ছেলে মো. আলমগীর হোসেন অভিযোগ করেন, বুধবার রাতে ছাত্রলীগ নেতা মাসুম ও তাঁর সহযোগীরা চাঁদার টাকার জন্য তাঁদের বাড়িতে হামলা করেন৷ তাঁরা তাঁকে ও তাঁর ছোট ভাইকে মারধর করে এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে আসেন৷ এর আগে গত ৩১ মে রাতে মাসুম ও তাঁর লোকজন ওই বাড়িতে হামলা চালান৷ ওই ঘটনায় তাঁরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন৷

নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, মাসুমের নামে চাঁদাবাজি, সাংবাদিক মারধর, মাদক ব্যবসাসহ ১০টি মামলা রয়েছে৷ কিন্তু রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে না৷ তাঁর কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ৷

চাঁদা চাওয়ার ব্যাপারে ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া গেছে৷

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি জানি না৷ ঘটনা সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, গতকাল মামলার পর বাবু সরদার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ অন্য আসামিদের ধরতে অভিযান চলছে৷

বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের ১৫৩তম জন্মবার্ষিকীর প্রস্তুতি সভা

পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে তার নিজ দপ্তরে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. স.ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, প্রাণী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এএফএম সেলিম আকতার, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরকার, অবঃ অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক ময়নুল ইসলাম, আনিছুর রহমান, শংকর দেবনাথ।

কয়রায় বাঘের আক্রমণে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

কয়রায় লিডার্সের উদ্যোগে জার্মান দূতাবাসের সহযোগিতায় কয়রা সদর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৪০ জন বাঘের আক্রমণে সৃষ্ট বিধবা নারীদের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ চেক গ্রহণ করেন সূর্যমুখী নারী উন্নয়ন স্বনির্ভর দলনেত্রী আমেনা বেগম ও গোলাপী নারী উন্নয়ন স্বনির্ভর দলনেত্রী আছিয়া খাতুন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন লির্ডাসের প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প কর্মকর্তা নিলউৎপল মন্ডল’সহ সাংবাদিকবৃন্দ।

পাইকগাছায় মিতালী বহুমুখী সমিতির ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছায় মিতালী বহুমুখী সমবায় সমিতির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
 
মঙ্গলবার সকালে সরল বাজারস্থ সমিতি ভবনে সংগঠনের সভাপতি মো. আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, মো. মিজানুর রহমান, হাফেজ মো. ওলিউল্লাহ, মিসেস ফাতেমা বেগম ও হৈমন্তি মণ্ডল।

পাইকগাছায় উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের ধান বিতরণ

পাইকগাছায় আপদকালীন সংকট নিরসনে খাদ্য সহায়তা হিসাবে সুফলভোগীদের মাঝে ধান বিতরণ করা হয়েছে। উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুল চত্ত্বরে কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উত্তরনের সেন্টার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন মোড়লের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এফএমএ সেলিম আকতার।
 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কমিটির নারী ও শিশু সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, বক্তব্য রাখেন কমিউনিটি অর্গানাইজার রিয়াজ উদ্দিন, জোৎস্না খাতুন ও সুপারভাইজার রিজিয়া বেগম। অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসাবে ৩৩৩ সদস্যকে ১৪০ কেজি করে ধান প্রদান করা হয়।

পাইকগাছায় আর্থিক শ্রেনীবিন্যাস প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় আর্থিক শ্রেনীবিন্যাস প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভা ও নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের উদ্যোগে ও ওয়াটার এইডের সহায়তায় মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্রের অডিটরিয়ামে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনু্ষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কলিম উল্যাহ কলি, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সেতু, প্রোগ্রাম এন্ড প্লানিং কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার। 


আরও বক্তব্য রাখেন শেখ মাহাবুবুর রহমান রনজু, ইদ্রিস আলী গাজী, কাজী নেয়ামুল হুদা কামাল, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মন্টু, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, উদয় শংকর রায়, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন শেখ, প্রকল্প সুপারভাইজার সুমন হাসান খান, এজাজুর রহমান, সৈয়দ আল মামুদ, নুপুর আকতার, নীলিমা নাসরিন ও লাবনী বাড়ৈ।