Saturday, November 30, 2013

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (৩)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্ট থেকে তোলা।

অনিশ্চয়তায় চার কোটি শিক্ষার্থী

হরতাল-অবরোধসহ সংঘাতময় পরিস্থিতির কারণে দেশের পুরো শিক্ষাব্যবস্থা থমকে গেছে। ক্লাস-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী।

পরীক্ষার এই মৌসুমে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করেও দিশা পাচ্ছে না শিক্ষা প্রশাসন। ছুটির দিনেও নিতে হচ্ছে পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি ৭০ লাখ শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। এখন চলছে পরীক্ষার মৌসুম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষাও চলছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হচ্ছে না। একই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত ক্লাস।

২০ নভেম্বর থেকে শুরু হয় দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আগের সময়সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে দুই দিনের পরীক্ষা পিছিয়ে গেছে। এর মধ্যে গত বুধবারের পরীক্ষা গতকাল শুক্রবার ছুটির দিনেও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের পরীক্ষা আজ শনিবার নির্ধারণ করা হলেও নতুন করে ৭২ ঘণ্টা অবরোধের কারণে তা আগামী শুক্রবার পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ নভেম্বর শুরু হয়ে সদ্য শেষ হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ১১টি বিষয়ের পরীক্ষার মধ্যে ছয়টিই পেছাতে হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আবার অনেক বিদ্যালয় আগে থেকে কোনো ঘোষণা না দেওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা পড়েছেন আরেক বিপাকে। অন্যদিকে নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করতে বলায় বিদ্যালয় কর্তৃপক্ষও ঠিক সময়ে পরীক্ষা শেষ করা নিয়ে চিন্তায় পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমনিতেই সেশনজট বিদ্যমান। এর মধ্যে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন আরও অভিশাপের মধ্যে পড়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষা হরতাল-অবরোধে পিছিয়ে দেওয়া হচ্ছে।

গতকাল অনুষ্ঠেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রাজশাহী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও পেছানো হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ফল সেমিস্টারের’ বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার সময় পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যে পরিস্থিতি চলছে, তাতে এই সংঘাত স্বল্পমেয়াদি হবে বলে মনে হয় না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে অন্তত পরীক্ষাগুলো এ ধরনের রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার জন্য।’

Friday, November 29, 2013

খুলনা-৬ আসনে জাপা প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা সভাপতি (জাপা) মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য
Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে।

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ
Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

অবরোধে শনিবারের পিএসসি পরীক্ষা ৬ ডিসেম্বর

বিরোধী দল অবরোধের ডাক দেয়ায় শনিবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শুরু হবে বলে শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান।

শনিবার থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

ফের টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।

শুক্রবার রাত ১০টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কপিলমুনিতে কে এই পাগল ?

গত ১ মাস ধরে পাইকগাছার কপিলমুনি বাজারে ৫০ উর্দ্ধো বয়সে পাগল বেশে এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। মানুষের দোকানে দোকানে গিয়ে ভাত খাবার কথা বলে ২ টাকা থেকে ১০ টাকা নিচ্ছে। 

সে তার নাম বলছে ইন্দ্রজিৎ গোস্বামী, পিতার নাম বলছে পিয়েন গোস্বামী। বাড়ি যাদবপুর কলকাতা। পাগল বেশে এই ব্যক্তির সঠিক কোন পরিচয় না মিললেও অনেকেই বলছে সে মানষিক রোগী। অনেকের নিকট এই ব্যক্তি বলেছে, ভারতের যাদবপুরে তাদের ৪তলা বাড়ি আছে। তারা ৭ ভাই বোন। সে অটো ব্যবসা করতো। তার ৮/১০ অটো আছে। বাড়িটি দখল করে নিয়েছে বাড়ির ভাড়াটিয়ারা। পিতার কোন খোজ নেই। ৬ বোনও তার কোন খোজ নেয়না। সে সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে।

আসলে এসব কথা পাগল ইন্দ্রজিৎ বললেও এর কোন সত্যতা আছে কিনা জানা যায়নি। বর্তমানে পাগরটি কপিলমুনি বাজারে অবস্থান করছে।

কপিলমুনিতে নিরাপদ সড়কের সহযোগী অফিসের উদ্ধোধন

বুধবার সন্ধ্যায় কপিলমুনি বাজারের দক্ষিণ প্রান্তে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সহযোগী অফিস ও রাফিদ এন্টার প্রাইজের শুভ উদ্ধোধন করা হয়। ফিতা কেটে এর উদ্ধোধন করেন, উপজেলার জনপ্রিয় পথ শিল্পী সরদার ইছার উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য ও পাইকগাছা দক্ষিণাঞ্চলের সভাপতি এইচ, এম শফিউল ইসলাম, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসার সোলাইমান হোসেন, মহাসিন হোসেন, কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি শেখ সালাম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক শেখ মোসলেহ উদ্দিন বাদশা, সাংবাদিক এ, কে আজাদ, চারু শিল্পী হিরালাল সিংহ, শংকর সাধু, আবুবক্কর হাজরা, ডাঃ আজমল হোসেন, আব্দুস সাত্তার, খুলনা ভিশনের কপিলমুনি পরিচালক দয়াল সাধু, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মঈন, নূর ইসলাম প্রমুখ।

পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন, শ্রীরামপুর জামে মসজিদের খতিব মুফতি মাওঃ আব্দুল হান্নান।

মৃত্যুদাবীর টাকা পরিশোধে ইন্সুরেন্স কোম্পানীর টালবাহানা

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ পাইকগাছা শাখার কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত্যুদাবীর টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বছরের পর বছর ধর্না দিচ্ছে বলে জানা যায়। এ ঘটনা জানার পর সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার শিলেমানপুর গ্রামের আলহাজ্ব মুনসুর আলী মোড়লের পুত্র মোঃ অহিদুজ্জামান ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৫ লাখ টাকা মূল্যের ইনহাউজ পলিসি বীমা চালু করেন। যার পলিসি নং-০৭০০০১৫৪০২-৬, এমএম কোড নং-৭৫৫৬।

এদিকে বীমা চালু করার পর ২০১০ সালে ৩০ আগষ্ট অহিদুজ্জামান স্বাভাবিক মৃত্যুবরণ করে। মৃত্যুর কয়েকমাস পর বীমার নমিনি ও অহিদুজ্জামানের মা আয়রা বেগম ইউপি চেয়ারম্যানের মৃত্যুসনদপত্র সহকারে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর মৃত্যু দাবী টাকা পাওয়ার জন্য আবেদন করেন। উক্ত আবেদনে খুলনা ডিভিশন ইনচার্জ মোস্তফা হামিদী স্বাধীন আবেদন সত্য এবং মানবিক দিক বিবেচনা করে মৃত্যুদাবী টাকা প্রদানের জন্য সুপারিশ করেন।

এদিকে মৃত্যুর ২ বছর অতিবাহিত হলেও মৃত্যুদাবী টাকা না পাওয়ায় ভূক্তভোগী পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। ভূক্তভোগী আয়রা বেগম জানান, স্থানীয় জোন অফিস কর্তৃপক্ষ আজ হবে কাল হবে বলে টালবাহানা করে আসছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে স্থানীয় জোন অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালে চালু হওয়া এই বীমা পলিসিটির মাঝপথে সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বীমার দাবীকৃত টাকা ফেরৎ দেয়ার উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে অহিদুজ্জামানের মৃত্যুদাবী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাইকগাছায় বিএনপি ও জামায়াতের ৫ নেতা আটক

পাইকগাছায় সাবেক কমিশনারসহ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় থানা পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গদাইপুর ইউনিয়ন জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক মৃত রজব শেখের পুত্র আবু বকর সিদ্দিক (৫১), প্রচার সম্পাদক মোঃ সাকাম সরদারের পুত্র আব্দুর রহমান সরদার (৪৫), চাঁদখালী ইউপি’র দেবদুয়ার গ্রামের শেখ আব্দুল বারীর পুত্র শেখ হাফিজুল ইসলাম (৩৫) ও আগড়ঘাটা গ্রামের নওশের মোড়লের পুত্র জামায়াত নেতা মিজানুর রহমান এবং রাতে অভিযান চালিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গাজী সৈয়েদুর রহমানের পুত্র বিএনপি নেতা গাজী আব্দুস সালামকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক হাফিজুলের বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার সব ব্যাংক খোলা

আগামী শনিবার ৩০ নভেম্বর সব ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

তিনি জানিয়েছেন, সব তফশীলি ব্যাংকগুলোকে আগামী শনিবার খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে আগামী নির্বাচনের মনোনয়ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে পারেন।

কপিলমুনিতে শান্তিপূর্ণ অবরোধ পালিত

কপিলমুনিতে অবরোধে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অবরোধ পালিত হয়েছে। বৃহস্পতিবার হাটের দিনে সর্বত্র দোকান পাট খোলা ছিল। দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ভাড়ায় চালিত অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বাজারে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা গেছে।

জানা গেছে, সমঝোতা ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা দেয়ায় তা প্রত্যাহারের দাবীতে বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ ও পরে আরো ১ দিন বৃদ্ধি করে বৃহস্পতিবার ৬০ ঘন্টা অবরোধ আহবান করে ১৮ দলীয় জোট।

পাইকগাছায় নবলোক পরিষদের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের সমস্যা অগ্রাধিকারকরণ ও সমাধানে কার্যকর কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নবলোক পরিষদ কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, কাজী নিয়ামূল হুদা কামাল, এসএম তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী কামরূল আকতার, সাংবাদিক আজিজ, নবলোক পরিষদের মনিটরিং অফিসার লিটন হালদার, প্রকল্প সুপারভাইজার সুমন হাসান খান, নাজমিন নাহার, গোবিন্দ লাল বাছাড়, লক্ষ্মীরাণী সরদার, আসমা খাতুন, জাহানারা বেগম, রওশানারা ও রেহানা পারভীন।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজ। প্রধান অতিথি ছিলন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, ফিল্ড অর্গানাইজার আমিনুর রহমান, উপজেলা পরিষদের সিএ গোলাম সরোয়ার।

Thursday, November 28, 2013

পাইকগাছায় সাবেক কমিশনার গাজী আব্দুর সালাম আটক

পাইকগাছায় সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে থানা পুলিশ। 

নাশকতার আশংকায় বুধবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে।

খুলনা-৬ আসনে আ.লীগের মনোনয়ন পাচ্ছেন অ্যাডঃ নুরুল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হবে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল হক এগিয়ে রয়েছেন। তাছাড়া আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটেও তিনি এগিয়ে ছিলেন।

তাই খুলনা-৬ আসন থেকে অ্যাডভোকেট নুরুল হক মনোনয়ন পাচ্ছেন বলে সূত্র অনেকটা নিশ্চিত করেছে। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীর রদবদলও হতে পারে।
 
বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে। 

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

আবারো শুক্র থেকে সোম টানা অবরোধ !

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আবারো টানা অবরোধের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ১৮ দল।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী সোমবার এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠক সূত্রে জানা যায়, দুই দিনের অবরোধের পরও তফসিল স্থগিত করা না হলে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রতিহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।

তবে অবরোধ কর্মসূচি চলায় মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখা হতে পারে বলে মনে করছে ১৮ দল। তাই শুক্রবারকেও অবরোধের আওতায় রাখতে চায় তারা। সে লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

খুলনা রিটার্নিং অফিসারের গণ-বিজ্ঞপ্তি

নির্বাচন কমিশন ২৫ নভেম্বর, ২০১৩ খ্রি. তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটারগণকে স্ব স্ব নির্বাচনী এলাকা হতে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচত করার জন্য নিম্নলিখিত সয়মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ি রিটার্নিং অফিসার/ সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর, ২০১৩ সোমবার; রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ ও ৬ ডিসেম্বর; প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর (শুক্রবার), ২০১৩ এবং ভোট গ্রহণের তারিখ ৫ জানুয়ারি (রবিবার) ২০১৪।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (২) অনুসারে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন জানান যে, খুলনা-১, খুলনা-২, খুলনা-৩, খুলনা-৪, খুলনা-৫ এবং খুলনা-৬ আসনের নির্বাচনী এলাকা হতে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসরণ করা হবে।

পূর্বোল্লিখিত আদেশের অনুচ্ছেদ ১১ এর দফা (৩) অনুসারে খুলনা জেলার সবকটি নির্বাচনী এলাকার সকল বাসিন্দাদের জ্ঞাতার্থে রিটার্নিং অফিসার আরও জানিয়েছেন আগামী ২ ডিসেম্বর, ২০১৩ তারিখ অথবা উক্ত তারিখের পূর্ববর্তী যেকোন দিন সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা হতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত (২৬ নভেম্বর, ২০১৩) এক গণ-বিজ্ঞপ্তি-তে এ তথ্য জানানো হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৩০ নভেম্বরের বিএসসি সম্মান কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে তার বিশ্ববিদ্যালয়ের সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ছিল। সে অনুযায়ী ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্নও হয়েছে। কিন্তু সম্প্রতি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্বিমত পোষণ করায় আপাতত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার কৌশল ও তারিখ জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা শনিবার

১৮ দলের ডাকা চলমান অবরোধের সময় বৃদ্ধি করায় আবারো পেছানো হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। অবরোধ এক দিন বাড়ানোর কারণে বৃহস্পতিবারের পরীক্ষা পেছানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার বেলা ১১ টায়। বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, অবরোধের কারণে বুধবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছিল। অবরোধের দ্বিতীয় দিনে এসে কর্মসূচি আরো ২৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়।

অবরোধ শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত

নির্দলীয় সরকারের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা নয়, ২৩ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ১২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছিলেন। রাতে তিনি সাংবাদিকদের বলেন, তিনি ‘ভুল’ করেছেন। অবরোধ আরো ১১ ঘণ্টা অর্থাৎ শুক্রবার সকাল ৫টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার সকাল ৬ টায় শেষ হওয়ার কথা ছিল, এখন তা শেষ হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ৫ টায়।

Wednesday, November 27, 2013

পাইকগাছায় দুই জামাত নেতা আটক

পাইকগাছায় দুই জামাত নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাশকতার আশঙ্কায় থানা পুলিশ গদাইপুর এলাকা থেকে গদাইপুর ইউনিয়ন জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক আব্দুর রহমান সরদারকে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি মশিউর রহমান জানান।

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে সশস্ত্র ডাকাতির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালে দকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র মোবারক ফকির (২৮) কে কামিনিবাসিয়া এলাকা থেকে আটক করে। আটক মোবারককে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের ভ্যাকটমারীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। প্রায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির মালিক ও অন্যান্য লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনায় ইউপি সদস্য গাজী মুজিবর বাদী হয়ে এদিন রাতে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। এদিকে ঘটনার ১ দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে। আটক মোবারকের রিমান্ড আবেদন মঞ্জুর হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই জালাল জানান।

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার সকালে গড়ুইখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রধান অতিথি ছিলন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, উপস্থিত ছিলেন ইউপি সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএসসি রুটিন-২০১৪

পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি-২০১৪। চলবে ১৩ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে। 
  
শিক্ষা মন্ত্রণালয় বুধবার এই পরীক্ষাসূচি অনুমোদন করেছে।

 

অবরোধ ১২ ঘণ্টা বেড়েছে

৪৮ ঘণ্টার অবরোধ ১২ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে চলা এই অবরোধে এই পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। অবরোধ কর্মসূচি ঘোষণার দিন সহিংসতায় নিহত হন দুজন।

এসএসসি-২০১৪ পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিলো। এজন্য পরীক্ষার পিছিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু করা হচ্ছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। সকাল ১০ থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৬ মার্চ সঙ্গীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ‍ভুক্ত ‘ক’ ইউনিটের আওতায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল ঘোষণা কেরন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে du স্পেস ka স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৬১৮ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গত শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫৯ হাজার ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটের মাধ্যমে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমের শেষ হলো।

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (২)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পাইকগাছা পৌরসভার আসিফ ফিলিং স্টেশনের সামনে থেকে তোলা।

৪৮ ঘন্টা অবরোধ; পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ীদের ৫ টন কাঁকড়া নষ্ঠ

দেশব্যাপী ১৮ দলীয় জোটের ৪৮ ঘন্টা অবরোধে বাঁধা পেয়ে পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ীদের ১০ লক্ষ টাকার ৫ টন কাঁকড়া ঢাকায় যেতে না পেরে তা নষ্ঠ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কাঁকড়া ক্রয়-বিক্রয় বন্ধ করে দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের প্রতি মৎস ও কাঁকড়া সম্পদ হরতাল-অবরোধের অওতামুক্ত রাখার জন্য ব্যবসায়ী সংগঠনের নেতারা অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকায় কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ী জগন্নাথ সানা, অধিবাস সানা, অজয় মন্ডল, সুমন বড়ুয়াসহ একাধিক ব্যক্তি উপজেলার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রেডের ৫ টন ওজনের ৮০ ঝুড়ি কাঁকড়া ক্রয় করেন।

সোমবার রাতে সমিতির গাড়ীতে ঢাকার উদ্দেশ্যে প্রেরন করলে পথমধ্যে গাড়িটি যশোরের চিনেটোলায পৌছালে অবরোধকারীদের বাঁধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির আশংকায় মালবোঝায় গাড়িটি রাতেই পাইকগাছায় ফিরে আসে এবং মঙ্গলবার দুপুরে পর থেকে জীবন্ত কাঁকড়াগুলি পর্যায়ক্রমে মারা যেতে থাকে বলে সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন।

সংগঠনের সভাপতি অধিবাস সানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীরা একটি কাঁকড়া বোঝাই গাড়ীতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা জানতে পেরে পাইকগাছার গাড়ীটি ফিরে আসে। তিনি রাজনৈতিক নেতাদের প্রতি হরতাল-অবরোধের সময় মৎস সম্পদকে এর আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে

বিরোধী দলের অবরোধের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর বুধবারের চতুর্থ বর্ষের সম্মান পরীক্ষা ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় এবং ২০১২ সালের বিবিএ দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ২৯ নভেম্বর বেলা ২টায় হবে।

এছাড়া ২০১১ সালের ইসিই পার্ট-৪ এর অষ্টম সেমিস্টারের পরীক্ষা ২৯ নভেম্বর বেলা ২ টায় এবং এমবিএ প্রথম সেমিস্টারের পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১০ টায় হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info থেকে জানা যাবে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট।

অবরোধের প্রথম ১২ ঘণ্টায় নিহত ৮

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম ১২ ঘন্টায় সারা দেশে ৮ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, সাধারণ পথচারী ও আওয়ামীলীগ এবং বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

Tuesday, November 26, 2013

পাইকগাছায় ইমাম আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

পাইকগাছায় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষুদ্ধ মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

জানা গেছে, পুলিশ মঙ্গলবার সকালে হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাসস্ট্যান্ড জামে মসিজদের ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর প্রতিবাদে সকাল ১০ টার দিকে খুলনা মটরশ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রধান সড়ক জিরো পয়েন্ট এলাকায় কয়রা সড়ক ও অভ্যন্তরীন সড়কের ৪টি স্থানে মিনিবাস বেড়িকেট দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের ফলে উপজেলা সদরে প্রবেশের সকল পথ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পরে খবর পেয়ে থানার ওসি এম মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করার পর বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

প্রাথমিক সমাপনীর বুধবারের পরীক্ষা শুক্রবার

১৮ দলীয় জোটের অবরোধের কারণে বুধবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সর্বদলীয় সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি পরীক্ষা হওয়ার কথা ছিল। মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট। সচিবালয়ে নিজ দফতরে নাহিদ সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে। প্রচণ্ড চাপের মধ্যেও তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। অবরোধ প্রত্যাহারে কোনো সাড়া না দেয়ার পরীক্ষা পিছিয়ে দেয়া হলো বলে জানান নাহিদ।

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাত দেড়টায় বিএনপি’র দু'নেতাকে বাড়ী থেকে এবং সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে ইসলামী ঐক্যজোট নেতাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর নির্বাচন কাজে বাঁধা দেয়ার আশংকায় মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে ইসলামী ঐক্যজোটের উপজেলা সভাপতি, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পৌর ইমাম পরিষদের সেক্রেটারী আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করে।

এর আগে রাতে সরল গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র জেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম পারভেজ এবং পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরদার মনিরুজ্জামান (ডিপজল মনি) কে আটক করা হয়।

নির্বাচনী কাজে বাঁধা প্রদানের আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী তফশীল প্রত্যাখান করে বাসস্ট্যান্ড সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্ঠা করলে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (৬)

পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩ কি.মি. রাস্তা ঘেরের পানিতে নিমজ্জিত


খুলনা-পাইকগাছা সড়কের তালার গঙ্গারামপুর থেকে গোনালী হয়ে তালা উত্তরণ অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পার্শ্ববর্তী লীজ ঘেরের পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা তাদের মৎস্য ঘেরের সুবিধার্থে পানি না কমানোই এই দুর্ভোগের কারণ বলে বাস মালিক সমিতি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

নেতৃবৃন্দ Voice of Paikgacha'কে বলেন, "সেখানকার জনপ্রতিনিধিরাই তাদের ব্যক্তি স্বার্থে রাস্তার পানি সরাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। ভাঙ্গাচোরা রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় প্রায় দু’মাস যাবৎ ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি পাইকগাছা না এসে তালা পর্যন্ত চলাচল করছে। ফলে পাইকগাছা-কয়রার যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এ অবস্থা চলতে থাকলে খুব শিঘ্রই খুলান-পাইকগাছা যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দিতে আমরা বাধ্য হব।"

খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা এই ৩৩ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। যাত্রবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে সীমাহীন ভোগান্তি ও জানমালের ঝুঁকি নিয়ে।

কয়রা-পাইকগাছা-খুলনা সড়কের এমন দুরবস্থা এক দু’দিন বা দু’এক বছরের নয়। বছরের পর বছর ধরে অবহেলিত অত্র সড়কটি। এতটুকু রাস্তা ভালো নেই যেখানে নিরাপদে বা নির্বিঘ্নে চলাচল করা যায়। পিচ-পাথর (কার্পেটিংসহ) ইটের খোয়া উঠে গিয়ে রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে পুকুর বা খালে পরিণত হয়েছে। কর্দমাক্ত হয়ে থাকে সারা রাস্তা।

জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সাথে খুলনা তথা সারাদেশের সড়ক যোগাযোগের একমাত্র এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। অথচ বিগত কয়েক বছর ধরে জনগুরুত্বপুর্ণ রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। পাইকগাছা-খুলনা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তা উঁচু ও টেকসই করে নির্মানের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ছবিটি পাইকগাছা উপজেলার কাশিমনগর থেকে তোলা। (ফাইল ফটো)

দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

খুলনা, যশোর, সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আন্ত:জেলা বাস মালিক সমিতি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিইসির তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার পরিপরই এ সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

খুলনা বিভাগের সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, 'তফসিল ঘোষণার পর শহরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার রাত থেকে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় আন্ত:জেলা বাস মালিক সমিতি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।'

কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই ফলাফল প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.kuet.ac.bd এই ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।

পাইকগাছায় বিতর্কিত মাদ্রাসা অধ্যক্ষের বিরূদ্ধে তদন্ত শুরু

কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের পরীক্ষা বাতিল, তথ্য গোপন ও নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সরকারের নীতি ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দফতরে আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর তার কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে তাদের নিজ নিজ বক্তব্য শোনেন এবং কাগজপত্রাদি পর্যালোচনা করেন। যেখানে প্রথমিক ভাবে উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়োগে তঞ্চকতার প্রমান মিলেছে বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে বরাবরের মত সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার দীর্ঘ বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন ঐ কর্মকর্তার কার্যালয়ে। তবে তার পক্ষে বিশেষ যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এবং বহর প্রসঙ্গে ঐ অধ্যক্ষ’র বিরুদ্ধে ক্ষেপে যান ঐ কর্মকর্তা। উল্লেখ্য তিনি অভিযোগকারী ও অভিযুক্ত আব্দুস সাত্তারকেই শুধু মাত্র তদন্তের জন্য চিঠি দিয়েছিলেন।

প্রসঙ্গত, কপিলমুনিস্থ ঐ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে গত ৬ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ব্যাপক দূর্নীতি, অনিয়ম, তথ্য গোপন ও সরকারি নীতি ভঙ্গ করে জনৈক মোঃ আব্দুস সাত্তার অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান বলে কপিলমুনি প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও দৈনিক দিনকালের পাইকগাছা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু বিভিন্ন দফতরে করা আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিক ভাবে এই তদন্ত কার্যক্রম শুরু হল।

জনস্বার্থে অভিযোগকারী আমিনুল ইসলাম বজলু জানান, সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, থেকে আরো একটি তদন্তের নোটিশ তার হস্তগত হয়েছে। তিনি আশা করেন সবগুলোর তদন্তের রিপোর্টও আব্দুস সাত্তারের বিরুদ্ধে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মাদ্রাসার গভর্ণিং বডি ৩৬৪৩৮২ নম্বর ইনডেক্সধারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার ৬ জুলাই নিয়োগ পান এবং ৭ আগষ্ট এক প্রকার তড়িঘড়ি করে মাদ্রাসায় যোগদান করেছেন।

অভিযোগে প্রকাশ, নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ঐ পদে আবেদন করারই অযোগ্য। কেননা সরকারের সর্বশেষ জনবল কাঠামোর পরিশিষ্ঠ ১১(২) ‘ঘ’ বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ব্যতিত কাউকে নিয়োগ দেয়া যাবে না। কিন্তু নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের অভিজ্ঞতা নেই। মূলত তার চাকুরি ১/৩/৯৯ তারিখে মাদ্রাসায় যোগদান ১/৫/১৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত ১৫ বছর পূর্ণ হয়নি।

সবমিলিয়ে দেরিতে হলেও তদন্ত কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী।

মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ

বিরোধী দলের দাবি উপেক্ষা করে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৮ দল।

Monday, November 25, 2013

নির্বাচন ৫ জানুয়ারি, থাকছে সেনাবাহিনী

নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

পাইকগাছায় পুলিশ পরিচয়ে ডাকাতি

পাইকগাছায় পুলিশ পরিচয়ে সোলাদানা ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৬ লাখ টাকা এবং ১০/১২ ভরি সর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে (প্রথম প্রহর) উপজেলার ভ্যাকটমারী ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৫/৩০ জনের সশস্ত্র ডাকাতদল সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে পুলিশ পরিচয়ে প্রবেশ করে প্রথমে মেম্বর মুজিবরকে বেঁধে ফেলে, পরে পরিবারের অন্যান্য লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে মেম্বর ও তার ভাইপোর ঘরের আলমারি ও শোকেচ ভেঙ্গে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে তড়িৎ গতিতে পালিয়ে যায়।

এ খবর পেয়ে সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও থানার এস.আই জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ ডাকাতদলটি ট্রলারযোগে সুন্দরবন থেকে আসতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

স্ট্যাচু অব কপিলমুনি !

কপিলমুনি বাজারে প্রধান সড়কের উপর এই স্থানটিতে সব সময়ই দাড়িয়ে থাকে পাইকগাছা-খুলনা রুটের কোন না কোন বাস। ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। 


পাইকগাছা থেকে ছেড়ে আসা অন্য কোন বাস, দাড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করার উপক্রম না করলে বাস ছাড়ার কোন লক্ষণ দেখা যায় না। পরের বাস ১০ মিনিট/ ২০ মিনিট/ ৩০ মিনিট যত দেরিতেই আসুক না কেন, কিছুই যেন আসে যায় না বাস শ্রমিকদের।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় লেহার

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গতকালের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং অতি দ্রুত ঘনীভূত হয়ে গতকাল বিকাল ৩ টায় একই এলাকায় ঘূর্ণিঝড় লেহার-এ পরিণত হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সমুদ্র বন্দর সমূহে ২ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল রাত ১২ টায় ঘূর্ণিঝড়টি মংলা সমুদ্র বন্দরের ১৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিলো।

পূর্বাভাস: আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Sunday, November 24, 2013

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯০টি (বিজ্ঞান-৭৪৫, অন্যান্য-৪৫টি) আসনের বিপরীতে ৩৭ হাজার ৮০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজরা ৩৫২ জন (বিজ্ঞান-১৩,০৬০, অন্যান্য-২৯২) প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

এছাড়াও, যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য যে কোনো মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: `A’) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

যেমন: JNU Roll Number Unit A লিখে 16222 নম্বরে সেন্ড করুন।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১ পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে সভাপতি/সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে।

রোববার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭২ জন ভোটারের মধ্যে ৬৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত ফলাফলে ৪৫ ভোট পেয়ে এ্যাডঃ জি,এম আব্দুস সাত্তার, সভাপতি নির্বাচিত হন। নিকটতম সাবেক সভাপতি এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার ২৪ ভোট। সহ-সভাপতি হিসাবে অজিত কুমার মন্ডল ও মোজাফফার হাসান। সাধারণ সম্পাদক আককাছ আলী। যুগ্ম সম্পাদক দীপংকর সাহা। লাইব্রেরীয়ান শেখ তৈয়েব হোসেন। ক্রীড়া ও সমাজ কল্যান সুকান্ত কুমার রায়। সাহিত্য ও সংস্কৃতি অনাদী কৃষ্ণ মন্ডল ও ৩ নির্বাচিত সদস্য হচ্ছেন আব্দুল মজিদ, আব্দুল মালেক ও মনিরুল ইসলাম।

পাইকগাছায় হাজারো মানুষের ভালবাসা নিয়ে ইউএনও’র বিদায়

পাইকগাছায় হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। শনিবার বিকালে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে বিদায় সংবর্ধনা জানান।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক এস,এম আলাউদ্দীন সোহাগ, এস,এম বাবুল আক্তার, আব্দুল আজিজ, উপজেলা পরিষদের গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার রাজাকার খেতাব !

পাইকগাছা উপজেলাকে দালাল মুক্ত করতে যেয়ে নিজে কথিত রাজাকার খেতাব নিয়ে যোগদানের ১ মাসের মধ্যে স্টান্ড রিলিজ হয়ে বদলি হলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোমেনুর রশীদ। এনিয়ে খোদ মুক্তিযোদ্ধাসহ নানা মহলে মিশ্র প্রতিক্রায়া সৃষ্টি হয়েছে। তবে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধাসহ আ’লীগের সভাপতি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন।

জানা যায়, গত ৯ অক্টোবর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ মোমিনুর রশীদ যোগদান করেন। এ সময়ের মধ্যেই উপজেলা পরিষদকে দালাল মুক্ত করার ঘোষণা দেন তিনি। এরই প্রেক্ষিতে একটি প্রভাবশালী মহল তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় গত ২৩ অক্টোবর উপজেলার সোলাদানায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে যোগ দিতে না পারায় মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু এ ব্যাপারে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ করেন।

এদিকে দাফন অনুষ্ঠানে না যাওয়ার স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে একটি মহল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাজাকারপন্থী মানুষ হিসেবে গুজব ছড়িয়ে দেয়। তা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের এক সভায় নির্বাহী কর্মকর্তা নিজে গিয়ে দুঃখ প্রকাশ করেন। উপজেলার মুক্তিযোদ্ধা কমিটির কমান্ডার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার গাজী রুহুল আমিন এ বদলি আদেশ স্থাগিতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবেদন করেছেন।

নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদের জন্মস্থান সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল খায়ের লিখিত বক্তব্যে জানান, মোমিনুর রশীদের পিতা আব্দুল কাদের ও তার পরিবার মুক্তিযোদ্ধা স্বপক্ষের মানুষ।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান মোড়ল জানান, নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ এলাকায় দক্ষ কর্মকর্তার পরিচিতি লাভ করার কারেন একটি প্রভাবশালী মহলের গাত্রদাহ শুরু হয় এবং তাকে বদলির জন্য অপচেষ্টায় লিপ্ত হয়।

বিপর্যয় থেকে চিংড়ি শিল্প রক্ষার উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি

মহাবিপর্যয়ের হাত থেকে চিংড়ি শিল্পকে রক্ষার কর্তৃপক্ষীয় উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর পুশ প্রথা এখনও অব্যাহত রয়েছে। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগ এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের পাশাপাশি খুলনা চিংড়ি বণিক সমিতি কর্তৃপক্ষ পুশ বিরোধী অভিযান চালিয়ে বেশ কিছু পুশকৃত মাছ উদ্ধার করে নষ্ট করেছে। পাশাপাশি কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানাও করে মৎস্য বিভাগ।

চিংড়ি শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন ও খুলনা চিংড়ি বণিক সমিতির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত চিংড়িকে রক্ষায় ব্যবসায়ীদের সকল প্রকার পুশপ্রথা থেকে বিরত থাকার আহবান জানিয়ে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

ওই বার্তায় বলা হয়, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত চিংড়ির প্রায় একশ’ ভাগই রপ্তানী হয় উন্নত বিশ্বের খাদ্য হিসেবে। বিদেশীরা তাঁদের ল্যাবরেটরীতে বহু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শুধুমাত্র মানসম্মত চিংড়ি খাদ্য হিসেবে তাঁদের দেশে বাজারজাতকরণের জন্য অনুমোদন দেয়। অতীতে এদেশ থেকে রপ্তানীকৃত চিংড়ির কোন কোন কনসাইনমেন্টের গুণগত মান আশানুরূপ না হওয়ায় ইউরোপ ও আমেরিকায় এদেশের চিংড়ি রপ্তানী প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যার ফলে ২০০৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউরোপে সাময়িকভাবে গলদা চিংড়ি রপ্তানী বন্ধ করতে হয়েছিল।

কিন্তু বহু প্রচেষ্টার পর সরকারী ও বেসরকারীভাবে ইউরোপীয় কমিশনের সঙ্গে অনেক দেন দরবার করে উক্ত রপ্তানী আবার চালু করা সম্ভব হয়। এখন মানসম্মত চিংড়ি রপ্তানী করতে পুনরায় ব্যর্থ হলে বাংলাদেশের চিংড়ি বিদেশে রপ্তানী চিরতরে বন্ধ হয়ে যাবে। ফলে হ্যাচারী, চিংড়ি চাষ, ফিড মিল, ডিপো ব্যবসায়ী, বরফকল, চিংড়ি পরিবহন ও মাছ রপ্তানীকারক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং দেশের প্রায় এক কোটি লোক বেকার হয়ে পড়বে। আর বন্ধ হয়ে যাবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের পথ।

এসব কারণে এ শিল্পকে বাঁচাতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সততার সাথে কিছু নির্দেশনা মেনে চলা উচিত বলেও ওই বার্তায় আহবান জানানো হয়। যার মধ্যে রয়েছে চিংড়ির দেহে পানি, ভাতের মাড়, সাবু, এরারুট, লোহা বা সীসারগুলি, মার্বেল, ম্যাজিকবলসহ অনাকাঙ্খিত পদার্থের দ্বারা পুশ করে চিংড়ির ওজন বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা না করা, রাসায়নিক তরল পদার্থের মধ্যে চিংড়ি ভিজিয়ে রেখে ওজন বাড়াবার চেষ্টা না করা প্রভৃতি। এমনকি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অপকর্মে লিপ্ত থাকলে তা’ জানামাত্রই সংশ্লিষ্টদের নিকটবর্তী থানা, র‌্যাব, মৎস্য কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার নজরে আনার আহবান জানানো হয় ওই সচেতন বার্তায়।

কর্তৃপক্ষীয় এতসব আয়োজনের পরও থেমে নেই পুশ প্রথা। গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু পুশকৃত মাছ নষ্ট করা হয়। তবে এর মাধ্যমে পুশ প্রথা অনেকাংশে কমে গেছে বলেও কর্তৃপক্ষ দাবি করেন।

Saturday, November 23, 2013

পাইকগাছায় মাদকসহ আটক ৩

পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ৩ জনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ী থেকে ১১ লিটার মদ, ৬ গ্রাম হিরোইন, ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ও মাদকদ্রব্য আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার আগড়ঘাটা গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র আসলাম পারভেজ (২৮) কে মাহমুদকাটিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা হোমিও ক্লিনিক থেকে ১শ এম এল এর ৮৪ বোতল, ২ লিটারের ২ বোতলসহ (১১ লিটার মদ) আসলাম পারভেজকে, ৬ গ্রাম হিরোইনসহ বন্দিকাটি গ্রামের কওসার গাজীর পুত্র হারুন অর- রশীদ মাইকেল (৩২) কে এবং ৩শ গ্রাম গাঁজাসহ রামনাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শেখ জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয় বলে উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান।

গাঁজাসহ আটক জাহাঙ্গীরকে খুলনায় ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ২৫ শিশুকে সুন্নতে খাতনা

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ২৫ শিশুকে ফ্রি সুন্নতে খাতনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাতনা অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইসলামী ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলসান, দি একমি ল্যাবটরিজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মৃধা মোস্তাক আহম্মেদ, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক, মোঃ আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, আব্দুর রহমান, মোঃ আব্দুল্লাহ, নূরে আলম শেখ, ইকরাম হোসাইন, ইয়াছিনুর রহমান ও আবু সাঈদ।

অনুষ্ঠানে খাতনাপ্রাপ্ত শিশুদের মধ্যে বিনামূল্যে ঔষধ, লুঙ্গি, গেঞ্জী ও খাবার বিতরণ করা হয়।

পাইকগাছা পৌরসভা মৎস মার্কেট


স্মৃতিশক্তি কম ? বাড়িয়ে নিন !!!

►সকালের নাশতা সময় মত খাবেন, কোন ভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থর হয়ে পড়ে।

►গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে, যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

►বেশি করে কিশমিশ খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিশমিশে আছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বোরন। প্রতিদিন ৩.২ মিলিগ্রাম বোরন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা ১০ শতাংশ বাড়বে। ২৫ গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে ৩.২ মিলিগ্রাম বোরন।

►একটানা ঘুমান, একটানা ঘুমালে মাথার সেলিব্রাল অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সেলিব্রাল মানুষের চিন্তার গতি ও সঠিকতা নির্ধারণ করে। সেজন্য পর্যাপ্ত ও গভীর ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

►যে হাত বেশি ব্যবহার করা হয় না, সেটা বেশি করে চর্চা বা ব্যবহার করুন। যারা ডান হাত বেশি ব্যবহার করেন, তারা মাঝে মধ্যেই বাম হাত দিয়ে দাত ব্রাশ করুন, বল খেলুন ইত্যাদি। এ ধরনের চর্চা স্নায়ু কোষ উন্নতির জন্য সহায়ক।

Friday, November 22, 2013

এক সময়ের উত্তাল কপোতাক্ষ সময়ের আবর্তনে এখন শীর্ণ খালে পরিনত হয়েছে


৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ; নিয়োগ পাচ্ছে ৮৫২৯ জন

৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন ৮ হাজার ৫২৯ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ হাজার ৯৫১ জনের মধ্যে এই সাড়ে আট হাজার প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, কমিশনের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।

ফলাফলের আদেশে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ১৫ হাজার ৯৫১ জন উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় সবাইকে ‘ক্যাডার পদে’ নিয়োগ দেয়া যাচ্ছে না। “উত্তীর্ণদের মধ্যে যারা ‘ক্যাডার পদে’ নিয়োগ পাচ্ছেন না, পরে তাদের ‘নন-ক্যাডার’ পদে নিয়োগের চেষ্টা করা হবে। তবে এর কোনো নিশ্চয়তা পিএসসি দিচ্ছে না।”

২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে দ্বিগুণ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হলো। এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন অংশ নেন লিখিত পরীক্ষায়। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে।

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন উপকূলের দিকে ধেয়ে আসছে। এ খবরে গোটা উপকূলীয় জনপদে বিরাজ করছে আতংক। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিভাগের সাইক্লোন সর্তকীকরণ সেন্টার এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে হেলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেনের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বিশাল- বিশাল ঢেউ আছড়ে পড়ছে। বঙ্গোপসাগরের এ বৈরী আচরণের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রালারসহ জেলেরা।

বিকেল পর্যন্ত সুন্দরবন উপকূলের কটকা, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলার চর এলাকায় কয়েকশ’ ট্রলার আশ্রয় নিয়েছে বলে উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী নিশ্চত করেন। তিনি জানান, সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগরে বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়ায় ফিশিং ট্রলারগুলো টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে জেলেরা সুন্দরবনসহ উপকূলে ফিরতে শুরু করেছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা নিয়ে গোটা উপকূলবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানাতে পারে।

কয়রায় ছিনতাই মামলার আসামী আটক

কয়রায় ছিনতাই মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, থানার এসআই নাজমুল হুদা গতকাল বেলা ৩ টায় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রাম থেকে সাবের আলী গাজীর পুত্র সহিদুল ইসলাম (৪৫) কে আটক করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Thursday, November 21, 2013

হার্ট অ্যাটাক হঠাৎ হয় না !

হুট করে একদিন হুমড়ি খেয়ে পড়লেন। কী ব্যাপার ? না, হার্ট অ্যাটাক। অথচ শরীর-স্বাস্থ্য পুরোপুরি ফিট, গায়ে একরত্তি মেদ নেই, রক্তচাপ নেই, দুর্ভাবনা-দুশ্চিন্তা নেই তিল পরিমাণও। ভুলেও কখনও বুকে ব্যথা অনুভব করেননি। তবু আচমকা আক্রান্ত হলেন হার্ট অ্যাটাকে। এর কারণ কী ?

নতুন গবেষণায় বলা হয়েছে, ব্যাপার কিছু না। আসল কথা হলো, হৃদরোগ বা হার্ট অ্যাটাক আগে থেকে বলেকয়ে আসবে, এমনটা ভাবাই ভুল। তবে আক্রান্ত হওয়ার মাসখানেক আগে থেকে কিছুটা হুঁশিয়ারি সংকেত আপনি পেতেও পারেন। কখনও কখনও মাসখানেক না হলেও, মাত্র এক ঘণ্টা আগে হলেও আপনাকে হুঁশিয়ারি দেবে।

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ৫টি লক্ষণ তুলে ধরা হলো:

১. বুকে অস্বস্তি বা ব্যথা: বুক ব্যথা বা ধড়ফড় করা, অস্বস্তি কিংবা প্রচণ্ড চাপ বোধ হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। একটানা কয়েক মিনিট এ ধরনের অনুভূতি হওয়া বা কিছুক্ষণ পরপর তা অনুভূত হতে পারে।

২. শরীরের ওপরের অংশে অস্বস্তি: এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পাকস্থলীতে ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে।

৩. অবসাদগ্রস্ততা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা: স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হতে পারে। শরীর অবসাদে ভেঙে পড়তে পারে। বুকের মধ্যে অস্বস্তি বোধ হোক বা না হোক, শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হলে সতর্ক হতে হবে।

৪. অতিরিক্ত ঘাম হওয়া: ব্যায়াম বা পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ঘাম হতে পারে।

৫. অন্য উপসর্গ: বদহজম, অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া ও মাথা হালকা বোধ হতে পারে।

তাই সামান্যতম লক্ষণ টের পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো প্রতিরোধ, যা আপনাকে অচিরেই দুনিয়া ত্যাগ করা থেকে আরও কিছু সময় রক্ষা করবে। গবেষণা কর্মটির প্রধান পরিচালক যুক্তরাষ্ট্রের সিডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউটের ভিজিটিং সায়েন্টিস্ট ড. ইলই মারিজন বলেন, 'হার্ট অ্যাটাক হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। শেষ মুহূর্তে সচেতন হলেও খুব একটা লাভ হয় না।

বলছি না বিশ্বকাপ জিততেই হবে

শুধু প্রতিবার একটু একটু করে দেশের মাথা উচুঁ করে দাও, এবার যেন আরও একটু বেশি উচুঁ করো।

অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে বিশ্বকাপ গলফের প্রথম রাউন্ড শেষে আমাদের সিদ্দিকুর রহমান যৌথভাবে ৬ জনের সঙ্গে ৩২ তম অবস্থানে রয়েছেন। আসুন আমরা সিদ্দিকুরের জন্য শুভ কামনা করি, তিনি যেন এই বিশ্বকাপ থেকে আমাদের জন্য আরও ভাল কিছু বয়ে আনতে সক্ষম হন !

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধন

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে আবু হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য নেয়ামত আলী গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলাদানা ইউনিয়ন পরিষদ আয়োজিত টূর্নামেন্টের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দার, গাজী আনসার, পরিতোষ কুমার মন্ডল, আবু সাঈদ মোল্যা, মোহাম্মদ বজলুর রহমান, পিযুষ কান্তি মন্ডল, গাজী মুজিবুর রহমান, মোঃ শহীদ বিশ্বাস, প্রমোথ মন্ডল, এসএম জনাব আলী, মৃতুঞ্জয় মন্ডল ও দেবাশীষ সানা।

উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ড ভিলেজ পাইকগাছা একাদশ ও ৪নং ওয়ার্ড বেতবুনিয়া একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধারাভাষ্যে ছিলেন মোঃ নূরুজ্জামান টিটু।

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ব্যবসায়ী সংগঠণের নেতাদের সাথে সুশীলন সুন্দরী প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


ইউরোপিয়ন ইউনিয়ন কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় বৃহস্পতিবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সংগঠণের নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আজিজুর রহমান, বি,এম, আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, সরদার মনিরুজ্জামান, আসাদুল ইসলাম, বাবুরাম মন্ডল, ইউসুফ সরদার, শেখ আব্দুল আজিজ, তহমিনা খাতুন, ফাহিমা আক্তার, মহিদুল ইসলাম, রহিমা বেগম ও সুশীলনের প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইঁয়া।

পাইকগাছায় ভূগোল সমিতি গঠন

পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক বিষ্ণুপদ পালকে সভাপতি, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক সরদার আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ মোমিনউদ্দীনকে কোষাধ্যক্ষ করে (পাইকগাছা, কয়রা ও আশাশুনি) ১৩ সদস্যবিশিষ্ট ভূগোল সমিতি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে সংগঠণের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, স্বপন অধিকারী, নিরাকুল মন্ডল, নজরুল ইসলাম, তরুন কুমার দাশ ও মশিউর রহমান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস !

জীবনের প্রথম পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে। খুলনাঞ্চলের বিভিন্ন স্থানে গত দু’দিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র কিনে শিক্ষার্থীদের পড়িয়েছেন অভিভাবক ও কোচিং শিক্ষকরা। যার অধিকাংশই গতকালকের প্রথম দিনের পরীক্ষায় মিল পাওয়া গেছে। তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এটিকে নিছক গুজব বলে আখ্যা দিয়েছেন।

আজকের বাংলা পরীক্ষার জন্য গতকাল একাধিক প্রশ্ন বিলি করা হয়। যার একটি
Voice of Paikgacha'র হস্তগত হয়। 

হাতে লেখা ওই প্রশ্নপত্রটি ছিল এরকম:


১। শব্দার্থ: সখ, ইচ্ছুক, প্রাচীন, নকশা, রূপসি।

২। এক কথায় প্রকাশ: সবচেয়ে বেশি এমন, এক যুগের পর আর এক যুগ, বরণ করার ইচ্ছা, কোনভাবে পূরণ করা যায় না, মেধা আছে যার।

৩। শুদ্ধ: বীর শ্রেষ্ঠ, মিথ্যা, অন্ধকার, অপেক্ষা, সৌভাগ্য।

৪। বিপরীত: পরাজয়ে, স্বাধীন, অসম্ভব, নকল, যন্ত্রণা, সন্ধ্যা।

৫। বিরাম চিহ্ন: ৪১ পৃষ্ঠার এগুলো আমাদের ঐতিহ্য ------ সভ্যতার নিদর্শন।

৬। সিন: শখের মৃৎশিল্প,

৭। আনসিন: অবাক যন্ত্র কম্পিউটার ৫ম শ্রেণীর পুরাতন বইয়ের।

৮। কবিতা--- প্রার্থনা ও মূলভাব।

৯। রচনা: একজন বীর শ্রেষ্ঠ, প্রাকৃতিক সৌন্দর্য।

১০। চিঠি: ৩ দিনের ছুটি।

   

অপর একটি প্রশ্ন ছিল এরকম:

 
১। শুদ্ধ বানান: বীরশ্রেষ্ঠ, অন্ধকার, অপেক্ষা, বৃদ্ধা, সেবিকা।

২। শব্দ অর্থ: সৎ, প্রাচীন, নকশা, রূপসী, স্টুপিড।

৩। এক কথায় প্রকাশ: সংখ্যার চেয়ে বেশি, মেধা আছে এমন যে জন, বরণ করার যোগ্য, এক যুগ পর আরেক যুগ, কোনভাবে পূরণ করা যায় না।

৪। প্রশ্ন:
(ক) কম্পিউটার হতে শেখা ৫টি কাজ লেখ,
(খ) টেলিভিশন হতে দেখা ৫টি কাজ লেখ,
(গ) বাংলাদেশের পোড়ামাটির শিল্প কোথায় পাওয়া যায়,
(ঘ) মৃৎ শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরব বুঝিয়ে লেখ। হে মহান তুমি মহান নও ; এটা কোন কবিতা ও কার লেখা।

৫। কবিতা: প্রার্থনা।

৬। রচনা: স্যার জগদীস চন্দ্র বসু, একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই দেশ।

৭। বিপরীত শব্দ: যন্ত্রনা, আরম্ভ, পরাজয়, খোলা, পরাধীন।

৮। অনুচ্ছেদ:
(ক) যোগাযোগের একটি আধুনিক মাধ্যম টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই ও শুনতে পাই। কিন্তু বেতারের মাধ্যমে শুধু শোনা যায়। অন্যকিছু দেখা যায় না।
(খ) গ্রামের নাম আনন্দপুর। সেখানে প্রতি বছরই পহেলা বৈশাখে মেলা বসে। মেলায় বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়।

৯। আবেদনপত্র: শিক্ষা বৃত্তি পাওয়ার জন্য ফরম পূরণ করে আবেদন।

১০। দরখাস্ত : অসুস্থতার জন্য তিনদিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।

১১। কবিতা: হে পরাজয় মহাজ্ঞানী, ---বিচার দিনের এই কবিতাটি কোন কবিতার অংশ এখানে কবির নামসহ লিখ।


 
এ প্রশ্নপত্রের সাথে আজকের পরীক্ষার মিল পাওয়া গেলেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অবশ্য খুলনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, প্রশ্নপত্র ফাঁসের খবরটি সত্য নয়, গুজব। এ গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সেই অধ্যক্ষ এবার ফাঁদে !

পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মো.আব্দুস সাত্তার এবার আইনি ফাঁদে পড়তে যাচ্ছেন। তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, অনিয়ম, তথ্য গোপন ও সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে।

পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর কাগজপত্র দেখে এসব অভিযোগের সত্যতা পান। অভিযোগের সত্যতা পেয়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

পাইকগাছা কলেজ শিল্প ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজকে শিল্প ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকরাবন্দ কার্যালয়ে বার্ষিক সদস্যসভায় কলেজ অধ্যক্ষের নিকট পুরস্কার প্রদান করা হবে বলে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) প্রকৌশলী মোঃ এনামূল হকের প্রেরিত পত্রে জানা গেছে।

ঐতিহ্যবাহি এ কলেজ সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কার অর্জন করায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলকে অভিনন্দন জানিয়েছেন কলেজের কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকবৃন্দ।

পাইকগাছায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার্থী সাড়ে ৪ হাজার

পাইকগাছায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষার ১ম দিনে ৪ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বুধবার বেলা ২ টায় একযোগে উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতার ওয়াজেদ আলী, দেলুটির হাটবাড়ী, সোলাদানার চারবান্দা, লস্করের খড়িয়া বিনাপানি, গদাইপুরের গোপালপুর, রাড়লী, চাঁদখালী, গড়ুইখালীর আলমশাহী, বাইনবাড়িয়া ও পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ৩২ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৬৭ এবং এবতেদায়ী মাদ্রাসার ৪৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৯ জন।

পাইকগাছায় বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলিতের শিক্ষা কর্মকর্তা ধরাদেবী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, এ্যাড. অশোক কুমার সাহা। বক্তব্য রাখেন, উত্তম দাশ, বিপ্লব মন্ডল ও রিনা রাণী দাশ।

পাইকগাছায় পরিত্রানের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষাকরণ প্রকল্পের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রানের উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুকুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান৷

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, কবিতা রাণী দাশ, অধ্যাপক আজহারুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজিমউদ্দিন। বক্তব্য রাখেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, সুশীলনের নাহিদ সুলতানা, পরিত্রানের বিজয় দাশ ও দীলিপ দাশ।

কর্মশালায় সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Wednesday, November 20, 2013

ভিনগ্রহ থেকেই এসেছে মানুষ !

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে যারা নিজেদের দাবি করে, সেই মানুষ নাকি আসলে এ গ্রহের প্রাণীই নয়! মার্কিন পরিবেশবিদ অ্যালিস সিলভারের লেখায় উঠে আসছে এমনই চমকপ্রদ তথ্য৷

অ্যালিস তার নতুন বই 'হিউম্যানস আর নট ফ্রম আর্থ: অ্যা সায়েন্টিফিক ইভোলিউশন অব দ্য এভিডেন্স' বইয়ে দাবি করেছেন, মানুষ পৃথিবীর জীবই নয় বরং ভিনগ্রহের প্রাণী৷ বহু বছর আগে ভিনগ্রহের কিছু প্রাণী পৃথিবীতে এসেছিল৷ তাদের সঙ্গেই নাকি পৃথিবীতে আসে মানুষ৷ জনাকয়েক মানুষ এ গ্রহে রেখে বাকিরা নিজেদের গ্রহে ফিরে যায়৷
 

শুনে অবাস্তব মনে হলেও অ্যালিস তার দাবির ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী৷ এর স্বপক্ষে একাধিক প্রমাণও দিয়েছেন তিনি৷ অ্যালিসের দাবি, কম মাধ্যাকর্ষণ শক্তিবিশিষ্ট কোনও গ্রহেই জন্ম মানুষের৷ তাই পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারে না তারা৷ অধিকাংশ মানুষই তাই পিঠ ও কোমর ব্যথায় ভোগে৷

তিনি মনে করেন, ভিনগ্রহের উন্নত প্রজাতিকে পৃথিবীতে আনা হয়েছিল, তাই মানুষই এই গ্রহের সবচেয়ে উন্নত জীব৷ কিন্ত্ত পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা৷ সূর্যের আলোয় তারা ক্ষতিগ্রস্ত হয়৷ প্রকৃতির বুকে স্বাভাবিক ভাবে যে সমস্ত খাবার-দাবার পাওয়া যায়, তা মানুষের পছন্দ হয় না৷ তাই খুব সহজেই ক্রনিক রোগে আক্রান্তও হয়ে পড়ে৷

এ প্রসঙ্গে শিশুর জন্মের উদাহরণও দিয়েছেন অ্যালিস৷ তিনি বলেন, ‘মানব শিশুর জন্মের সময় মাথাটা এতই বড় হয় যে অনেক সময় মায়েদের প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দেয়৷ কখনও আবার মা ও শিশুর প্রাণহানিও ঘটে থাকে৷’

অ্যালিসের দাবি, পৃথিবীর আর কোনও প্রজাতির প্রাণীর ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় না৷ টিকটিকির মতো বেশ কিছু সরীসৃপ দিনের পর দিন রোদে থাকলেও তাদের ত্বকে কোনও ক্ষতি হয় না৷ অথচ মানুষ কয়েক দিন টানা 'সানবাথ' (সূর্যস্নান) নিলে, অধিকাংশ ক্ষেত্রেই তার ত্বকে সমস্যা দেখা দেয়৷

এমনকি মানুষের বডিক্লক দিনে ২৫ ঘণ্টার ভিত্তিতে তৈরি৷ পৃথিবীর সময়ের হিসেবের সঙ্গে তা মেলে না বলেই প্রায়ই অসুস্থ হয়ে পড়ে মানুষ৷ মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলেও এমন ভুরি ভুরি প্রমাণ মিলবে বলে দাবি করেন অ্যালিস৷

কিন্তু উন্নত প্রজাতির মানুষকে তবে হঠাৎ কম উন্নত গ্রহে এনে ছেড়ে দেয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে অ্যালিস বলেন, ‘পৃথিবীতে মানুষের আবির্ভাব অনেকটাই দ্বীপান্তরে নির্বাসনের মতো৷ ভিনগ্রহের প্রাণীদের কাছে পৃথিবী অনেকটা জেলখানার মতো৷ প্রকৃতিগত ভাবে মানুষ খুবই হিংস্র৷ তাই সঠিক আচার-আচরণ শিখতেই পৃথিবীতে নির্বাসনে পাঠানো হয় তাদের৷’

নিজের এই বই যে বিতর্ক তৈরি করবে, সে বিষয়েও ওয়াকিবহাল এই মার্কিন পরিবেশবিদ৷ বিতর্ককে তাই রীতিমতো স্বাগতও জানিয়েছেন তিনি৷ অ্যালিসের ধারণা, তার তথ্যকেই সত্যি বলে ধরে না নিয়ে মানুষ যদি তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে, তবে তার দাবির স্বপক্ষে আরও প্রমাণ মিলতে পারে৷ খুলে যেতে পারে বিজ্ঞানে এক নতুন দিগন্তও৷

Tuesday, November 19, 2013

রবিবার থেকে সপ্তাহব্যাপী হরতাল !

হরতাল আসছে দীর্ঘ মেয়াদে ! আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক নিয়ে যদি কোন ইতিবাচক সাড়া না পেলে তার দল ও জোট টানা হরতালের ঘোষণা দেবেন।

দলীয় সূত্রমতে, ইতিমধ্যে জোটের নীতি-নির্ধারণ মহলে আগামী রোববার থেকে বৃহস্পতিবার টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এজন্য কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কর্মীদের এলার্টও করা হয়েছে। হরতালের ঘোষণাটি আগামী বৃহস্পতি বা শুক্রবারে দেয়া হতে পারে।

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানক্ষেত থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
 
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুল’এর গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে।

এসময় চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দক্ষিন সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিন সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানক্ষেত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।

মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়রা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু’র দায়ের করা ৫ লাখ টাকার চেক ডিসঅনার মামলায় আদালত ওই নির্দেশ দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি পুলিশের হাতে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-জমা বিক্রয় সম্পর্কিত লেনদেনে উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলম গত ৩০ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক দেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নুকে। ব্যাংকের ওই হিসাবে টাকা না থাকায় গত ১৯ আগস্ট চেকটি ডিসঅনার হয়। এরপর মঞ্জুর আলম নান্নু বিভিন্নভাবে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের সাথে এবিষয়ে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেন এ্যাডঃ নান্নু। আইনী প্রক্রিয়ায় লিগ্যাল নোটিশের উত্তর না দিয়ে বিভিন্ন মাধ্যমে মঞ্জুর আলম নান্নুকে ভয়ভীতি দেখান তিনি। গত ১০ অক্টোবর কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুর আলম নান্নু (যার সি আর ৩২৫/১৩)। একপর্যায়ে আদালত নাসিমা মামুনের বিরুদ্ধে সমন জারি করে। মঙ্গলবার স্বশরীরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে হাজির হবার নির্দেশনা থাকলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কয়রা থানার ওসি মোঃ ফজলুর রহমান বলেন, এ ধরণের নির্দেশনা আমার হাতে এখনো পৌঁছায়নি। আদালতের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।