Sunday, September 15, 2013

পাইকগাছায় আবারও মোটরসাইকেল চুরি

পাইকগাছা পৌরসদরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গতকাল Voice of Paikgacha-য় “পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সংবাদ সকলের দৃষ্টিগোচর হওয়ার আগেই ঘটলো আবারও মোটরসাইকেল চুরির ঘটনা। সর্বশেষ শুক্রবার গভীর রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন এক বাসাবাড়ী থেকে ১২৫ সিসি একটি ডিসকভার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পৌরসদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর পুত্র হারুন-আর-রশিদের (সাহেব আলী) বাসাবাড়ীর বারান্দায় রাখা ১২৫ সিসির ডিসকভার
মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় এলাকায়
মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।