Wednesday, January 15, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০২)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।