Saturday, March 8, 2014

"স্মৃতিসৌধ"-এর ছবির ক্যাপশনে লেখা হয়েছে "শহীদ মিনার" !!!

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে পাইকগাছা উপজেলার ওয়েব পেজটি ভিজিট করতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ ! এই ওয়েব পেজের ঠিক উপরে উপজেলার কিছু বিশেষ ছবি স্ক্রল আকারে প্রদর্শিত হয়। এখানেই পাইকগাছা পৌরসভা "স্মৃতিসৌধ" -এর একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে "শহীদ মিনার"। (লজ্জা !!!)

এই ওয়েব পেজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসনের। এখন প্রশ্ন হল, কোন পর্যায়ের দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালিত হচ্ছে পাইকগাছা উপজেলা প্রশাসন ?

বাংলাদেশের নাগরিক হয়ে যারা "স্মৃতিসৌধ" আর "শহীদ মিনার"-এর মধ্যে পার্থক্য জানেন না, তাদের মত কর্মকর্তা-কর্মচারীদের হাতে প্রশাসনযন্ত্র কতখানি নিরাপদ, সে প্রশ্ন থেকেই যায় !

এই রিপোর্টটি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, তাহলে অনতিবিলম্বে এই অমার্জনীয় ভুল সংশোধনের অনুরোধ নয় দাবী জানাই।