Monday, April 1, 2013

পাইকগাছায় পৃথক ঘটনায় শিশু ও মহিলার আত্মহত্যার চেষ্ঠা

পাইকগাছায় পৃথক ঘটনায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে এক শিশু ও এক মহিলা। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, উপজেলার কাটাবুনিয়া গ্রামের পরিমল মন্ডলের শিশুপুত্র উত্তম (১৪), ঘটনার দিন সোমবার সকালে পিতামাতার উপর অভিমান করে কীটনাশক পান করে। অপরদিকে সকাল সাড়ে ৯ টার দিকে পরিবারের উপর অভিমান করে শ্যামনগর গ্রামের সাদ্দাম মোড়লের স্ত্রী মনিরা বেগম (৩৫) বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।