এইবার প্রায় ৯ লাখ ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে আমিও একজন। কিন্তু আমাদের পরীক্ষার পড়ার চিন্তা না করে, করতে হচ্ছে হরতালে পরীক্ষা
হবে কিনা। ২৩ তারিখ হরতাল দিয়েছে বিরোধী দল, এইটা সবাই জানি, কিন্তু ঐদিন
আমাদের পরীক্ষা আছে। বোর্ড এখনও কিছু জানায়নি যে পরীক্ষা হবে কিনা। প্রতি সপ্তাহে আমাদের মোটামুটি ২ টা করে পরীক্ষা থাকে, কিন্তু হরতাল দেয়া হইতেছে
ওই পরীক্ষার দিন গুলোতে। এর আগে ইংরেজি ২য় এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম
পত্র পিছানো হয় হরতালের কারণে। এতে কার কত উপকার হয়েছিল আমি জানি না তবে
আমারা এর ভুক্তভোগী হয়েছি। আপনারা হরতাল দেন দেশের স্বার্থে ভালো কথা,
কিন্তু ঐ পরীক্ষার দিন হরতালটা না দিলে হয় না? আর যদি দেন পারলে রাত্রে
দেন।
আপনারা বলে থাকেন, ‘‘হরতাল দেশের স্বার্থে”, কিন্তু এই হরতালে যে আমাদের মত ছাত্রদের কত ক্ষতি করছেন তা আপনি কি ভাবে বুজবেন? দেশের স্বার্থে হরতাল দেন আর যাই করেন, শুধু পরীক্ষার দিন হরতাল টা দিবেন না। এই আবেদন আমার বিরোধী দলের কাছে।
আপনারা বলে থাকেন, ‘‘হরতাল দেশের স্বার্থে”, কিন্তু এই হরতালে যে আমাদের মত ছাত্রদের কত ক্ষতি করছেন তা আপনি কি ভাবে বুজবেন? দেশের স্বার্থে হরতাল দেন আর যাই করেন, শুধু পরীক্ষার দিন হরতাল টা দিবেন না। এই আবেদন আমার বিরোধী দলের কাছে।