Tuesday, April 9, 2013

পাইকগাছায় শর্টগানের গুলিবিদ্ধ হয়ে ৩ কনস্টেবল আহত

পাইকগাছায় অসাবধনতাবশত শর্টগানের গুলিতে ৩ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে খুলনা পুলিশ লাইন হাসপাতালে ও অপর দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬ টায় থানা অভ্যন্তরে।

থানাপুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সন্ধ্যা ৬ টর দিকে এএসপি সার্কেল অবস্থান করাকালীন থানা অভ্যন্তরে নতুন একটি শর্টগান ৩ কনস্টেবল হাতবদল করে দেখতে গিয়ে অসাবধনতাবশত ট্রেগারে চাপ লাগলে গুলিবিদ্ধ হয়ে সার্কেল এএসপি’র গাড়িচালক কনস্টেবল বাবলুর রহমান (কং-১৫৮৬) ও পাইকগাছায় থানায় কর্মরত কনস্টেবল মোঃ মেহেদি হাসান রাজু ও মেহেদি নামের ৩ কনস্টেবল গুরুত্বর আহত হয়। প্রাথমিকভাবে আহতদের মধ্যে ১ জনের বাবলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা পুলিশ লাইনে প্রেরণ করা হয়। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে অসাবধনতাবশত ঘটনাটি ঘটেছে বলে ওসি শেখ আবুবকর সিদ্দিক জানান।