Thursday, April 4, 2013

কপিলমুনির নোয়াকাটি অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

কপিলমুনির নোয়াকাটি সার্বজনীন পূজা মন্দিরে অষ্ট প্রহরব্যাপী ২য় তম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশমার্তৃকা ও বিশ্ব জননীর সকলের মঙ্গল কামনায় মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন নোয়াকাটি মহানাম যজ্ঞ কমিটি। এতে অত্র এলাকাসহ দুরদুরন্ত থেকে সনাতন হিন্দু ধর্মের ধর্মপ্রাণ হাজার হাজার ভক্তবৃন্দ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন।

গত ১৮ই চৈত্র ১লা এপ্রিল থেকে অনুষ্ঠানের শুভসূচনা হয় এবং ২০ চৈত্র ৩রা এপ্রিল উষালগ্নে মহানাম সমাপন, কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে।