Monday, May 13, 2013

বিদেশ সফর শেষে সংবর্ধিত পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর

১০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার পর খুলনার পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী। উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর গত ২৮ এপ্রিল ১০ দিনের সরকারি সফরের মালেয়েশিয়া ও ভিয়েতনাম গমন করেন। 

সফলভাবে সফর সম্পন্ন শেষে তিনি রোববার সকালে এলাকায় পৌছানোর পর স্থানীয় সরল দীঘির পাড়ে সরল খাঁ স্মৃতি সংঘ ও ১,২,৩ নং ওয়ার্ডবাসী গণসংবর্ধনার আয়োজন করে। কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংবর্ধিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। লুৎফর রহমান ও মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, ইদ্রিস আলী গাজী, শেখ মাহাবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, কবিতা রাণী দাশ ও জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, নূর আলী গাজী, আহম্মদ আলী গোলদার।