Monday, May 6, 2013

পাইকগাছায় কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী

পাইকগাছায় কর্মচারীর উপর হামলার ঘটনার প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় ফুঁসে উঠেছে লোনা পানি কেন্দ্রের কর্মচারীরা। আহত কর্মচারী গত ৫দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত ১ মে পৌর সদরের বাতিখালী গ্রামের করিম গাজীর পুত্র জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ দুর্বৃত্ত ভোর ৫টার দিকে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট লোনা পানি কেন্দ্রে জোর পূর্বক প্রবেশের চেষ্ঠা করে। এসময় কেন্দ্রের প্রধান ফটকে কর্তব্যরত ৪র্থ শ্রেণীর কর্মচারী নীলকোমল মন্ডল তাদেরকে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে কর্মচারীর উপর হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে।

এ ঘটনায় থানায় অভিযোগ হলেও গত এক সপ্তাহে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে কেন্দ্রের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।