মঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান
আলমগীর। বক্তৃতা দিচ্ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আর এ
সময়ই ঘটে গেল বিপত্তি ! মঞ্চে দৌঁড়ে উঠলেন ফুলবাড়িয়ার আলোচিত গোল্লা পাগল
(৪২)। ঝাপটে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পা। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি !

এ ঘটনা দেখে অনুষ্ঠানের অন্য অতিথিরাও প্রশ্ন তুললেন, এতো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এ পাগল মঞ্চে উঠলো কীভাবে? বিস্ময়ভরা চোখে সবাই যখন এ বিষয়টি দেখছিলেন ঠিক তখনই দৌঁড়ে এলো পুলিশ। জোরপূর্বক পাগলকে নিয়ে গেল থানা হাজতে !