পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা
কর্মসূচী প্রকল্পের উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। বুধবার সকাল ১১টায় দক্ষিণ সলুয়ায় ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুজয়
কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা। বক্তব্য রাখেন, কৃষি ও খাদ্য
নিরাপত্তা প্রকল্পের হিসাব কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপসহকারী কৃষি
কর্মকর্তা অরুন কুমার পাল, প্রোগ্রাম অর্গানাইজার গোলজার রহমান, রিনা
আক্তার, ফিল্ড অর্গানাইজার ফিরোজ আলী, টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট আকাইদ
হোসেন, তন্ময় মন্ডল, কৃষক সুবীর দাশ, সঞ্জয় দাশ ও দেবব্রত ঘোষ।
অনুষ্ঠানে ৪৬জন আমন্ত্রিত প্রতিবেশী কৃষককে প্রত্যেকে ২শ টাকা সম্মানী ভাতা
প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ১৪৭.৭৫ একর জমিতে চলতি বোরো মৌসুমে আবাদকৃত
হাইব্রিড শক্তি-২ জাতের ধান কর্তন শেষে একর প্রতি ১১৬ মণ উৎপাদন হয়েছে বলে
উল্লেখ করা হয়।