Saturday, May 11, 2013

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে চুরি করতে আসা অপরিচিত ও বহিরাগত দু’যুবক। শনিবার বেলা ১২টার দিকে বাজার সংলগ্ন হাসপাতালের পিছনে মুজাফ্ফারের বাসায় এ ঘটনা ঘটে। জানাগেছে, এদিন ঘটনার সময় বাড়িতে কেহ না থাকায় পাইকগাছা বাসষ্টান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রুস্তম হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২৩) ও মুরোলগঞ্জ থানার মুক্তার খানের পুত্র রুবেল (২০) নামের দু চোর মোজাফ্ফারের বাড়িতে ঢুকে মালামাল চুরি করছিল। এ ঘটনা দেখে রাস্তায় কাজকরা শ্রমীকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় এলাকাবাসী তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সপর্দ করেছে। উল্লেখ্য কপিলমুনিসহ আশপাশ এলাকায় দিনদুপুরে চুরি সংঘটিত হচ্ছে। তা’ছাড়া অত্র এলাকায় ছিচকে চোরের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে।