Tuesday, June 11, 2013

যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশকে মারপিট করার অভিযোগ

পাইকগাছায় এক প্রভাবশালী যুবলীগ নেতা ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর এবং এক ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা শহীদুল্লাহ কায়সার, ঘটনার দিন সোমবার সকালে পরিষদের সামনে ইউপি সদস্য আফজাল হোসেনের ভাইকে মারপিট করলে বাধা দিতে গেলে ইউপি সদস্য আফজাল হোসেনকে মারপিট করে।

এসময় ইউপি সদস্য যুবলীগ নেতার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য পরিষদের ভিতরে একটি কক্ষে আশ্রয় নিলে যুবলীগ নেতা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কাদেরকে বেদম মারপিট করে। এ ঘটনায় পরিষদের সকল ইউপি সদস্যরা যুবলীগ নেতার বিরুদ্ধে ফুঁসে ওঠে।

সর্বশেষ মঙ্গলবার ইউপি সদস্য ও বাম নেতা আফজাল হোসেন বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহসহ ৫ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করেছে যার নং-২১।