Monday, June 17, 2013

ভবন ও জনবল সংকটে ব্যহত হচ্ছে লতা ইউনিয়নের স্বাস্থ্যসেবা

পাইকগাছায় ভবন ও জনবল সংকটে ব্যহত হচ্ছে অবহেলিত লতা ইউনিয়নের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা। সেবার মান বৃদ্ধি করতে অবিলম্বে ভবন নির্মাণ ও জনবল নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী। 

সুত্রমতে, উপজেলার অবহেলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়নের আরেকনাম লতা। ইউনিয়নটি একদিকে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন অপরদিকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরত্বে। ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ইউনিয়নের ২০ হাজার মানুষ। ইউনিয়নের কাঠামারি বাজারে দীর্ঘদিনের পরিবার পরিকল্পনা সেবার জন্য একটি ভবন থাকলেও সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের একটি কক্ষ ব্যবহার করা হলেও জনবল সংকটের কারনে ব্যহত হচ্ছে সেবা।

সপ্তাহে দু’দিন কর্মরত থাকেন একজন ডাক্তার। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য জানান ১২ জন ডাক্তারের স্থলে বর্তমানে কর্মরত রয়েছে ৪ জন ডাক্তার। ফলে একজন ডাক্তার দায়িত্ব পালন করেন ৩টি ইউনিয়নে।

সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মরত ডাক্তার শাহানারা বেগম লতা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে সপ্তাহে দু’দিন করে দায়িত্ব পালন করেন। জনবল সংকট নিরসন হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।