Friday, October 4, 2013

এলাকাবাসীর উদ্যোগে পাইকগাছায় আটকে পড়া ডলফিন নদীতে অবমুক্ত

আমরা এলাকাবাসীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সকল উদ্ধার কর্মীদের Voice of Paikgacha-র পক্ষ থেকে অভিনন্দন।

পাইকগাছার লোকালয়ের খালে আটকে পড়া বিশাল আকারের ডলফিন এলাকাবাসী উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছে। অপরদিকে সংশ্লিষ্ট বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তারা কোন খোজ খবর নেননি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ ও প্রাণীবিদরা। 

শুক্রবার সকাল থেকে গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও শত শত নারী পুরুষ খালের দু’পাড়ে উপস্থিত হয়ে উদ্ধারকাজ উপভোগ করেন। এলাকাবাসীসূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন এলাকার বিশাল আকারের দুটি ডলফিন খাদ্যের সন্ধানে শিবসা নদী হয়ে উপজেরার গদাইপুর ইউনিয়নের বয়রা স্লুইচ গেট দিয়ে পানি সরবরাহের খালে প্রবেশ করে আটকা পড়ে।

গত এক সপ্তাহ যাবৎ আটকে পড়ার সংবাদটি শুক্রবার বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি টক অফ দা উপজেলায় পরিনত হয়। সচেতন এলাকাবাসী উদ্যোগ নেয় ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার। সকাল থেকে এলাকাবাসী জাল ও নৌকা নিয়ে প্রচেষ্টা চালিয়ে বেলা ২ টার দিকে ডলফিনটি উদ্ধার করে পার্শ্ববর্তী শিবসা নদীতে অবমুক্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা বিভাগীয় আবাসিক প্রধান সোহেল মাহমুদ, ফটো সাংবাদিক অনিক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। উদ্ধার কাজে অংশগ্রহন করেন, মোশারফ হোসেন, ইমদাদুল হক, মিজানুর রহমান, মাওঃ আব্দুল মান্নান, আলাউদ্দিন মোড়ল ও আমানউল্লাহ গাজী।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের প্রধান, প্রফেসর ড. দীলিপ দত্ত জানান, উপকুলীয় এলাকার মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তিনি এলাকাবাসীর মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।