Thursday, November 21, 2013

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধন

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে আবু হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য নেয়ামত আলী গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলাদানা ইউনিয়ন পরিষদ আয়োজিত টূর্নামেন্টের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দার, গাজী আনসার, পরিতোষ কুমার মন্ডল, আবু সাঈদ মোল্যা, মোহাম্মদ বজলুর রহমান, পিযুষ কান্তি মন্ডল, গাজী মুজিবুর রহমান, মোঃ শহীদ বিশ্বাস, প্রমোথ মন্ডল, এসএম জনাব আলী, মৃতুঞ্জয় মন্ডল ও দেবাশীষ সানা।

উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ড ভিলেজ পাইকগাছা একাদশ ও ৪নং ওয়ার্ড বেতবুনিয়া একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধারাভাষ্যে ছিলেন মোঃ নূরুজ্জামান টিটু।