Tuesday, November 26, 2013

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাত দেড়টায় বিএনপি’র দু'নেতাকে বাড়ী থেকে এবং সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে ইসলামী ঐক্যজোট নেতাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর নির্বাচন কাজে বাঁধা দেয়ার আশংকায় মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে ইসলামী ঐক্যজোটের উপজেলা সভাপতি, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পৌর ইমাম পরিষদের সেক্রেটারী আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করে।

এর আগে রাতে সরল গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র জেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম পারভেজ এবং পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরদার মনিরুজ্জামান (ডিপজল মনি) কে আটক করা হয়।

নির্বাচনী কাজে বাঁধা প্রদানের আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী তফশীল প্রত্যাখান করে বাসস্ট্যান্ড সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্ঠা করলে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।