Friday, November 22, 2013

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন উপকূলের দিকে ধেয়ে আসছে। এ খবরে গোটা উপকূলীয় জনপদে বিরাজ করছে আতংক। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিভাগের সাইক্লোন সর্তকীকরণ সেন্টার এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে হেলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেনের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বিশাল- বিশাল ঢেউ আছড়ে পড়ছে। বঙ্গোপসাগরের এ বৈরী আচরণের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রালারসহ জেলেরা।

বিকেল পর্যন্ত সুন্দরবন উপকূলের কটকা, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলার চর এলাকায় কয়েকশ’ ট্রলার আশ্রয় নিয়েছে বলে উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী নিশ্চত করেন। তিনি জানান, সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগরে বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়ায় ফিশিং ট্রলারগুলো টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে জেলেরা সুন্দরবনসহ উপকূলে ফিরতে শুরু করেছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা নিয়ে গোটা উপকূলবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানাতে পারে।