Saturday, December 14, 2013

পাইকগাছায় প্রদীপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকারে তরুন ও বালকদের সম্পৃক্ত করার কৌশল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপন জাগরণ প্রকল্পের উদ্যোগ ও এনগেজ ম্যান ও ভয়েস নেটওয়ার্কের সহযোগিতায় শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি। 


জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল আল-নূর পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যাড. এফএম এ রাজ্জাক, শিক্ষক মুনসুর হাসান, অশোক কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল আজিজ, শম্পা রায়, জোর্ত্যমিয় মন্ডল, শিক্ষার্থী শারমিন, সোহানা, নাসরিন ও মাসুদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার পাইকগাছা সরকারি বালিকা, বালক ও শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।