Sunday, December 29, 2013

পাইকগাছায় আলোচিত চুরির ঘটনায় পাবনার ব্যবসায়ী আটক

পাইকগাছায় দীপ্তি মোবাইল কর্নারের আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরাই মোবাইলসহ পাবনার এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার পাবনার ঈশ্বরদি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে গোবিন্দ দাশ ও রিপু নামে দু’যুবক আটক হয়ে জেল হাজতে রয়েছে। এ নিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য গত ২ নভেম্বর গভীর রাতে পৌর সদরের প্রাণকেন্দ্রে মৃত গোষ্ঠ বিহারীর পুত্র দীলিপ কুমারের দীপ্তি মোবাইল কর্নারের দোকানে দূধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দেন।

অবশেষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসআই জালাল শুক্রবার পাবনার ঈশ্বরদির প্রাইম মোবাইল টেলিকমে অভিযান চালিয়ে পেয়ারাখালী গ্রামের আফসার আলীর পুত্র ব্যবসায়ী টুটুল (২৭) কে আটক করে। তার কাছ থেকে চোরাইকৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।