কয়রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ পার্শ্বে মাছের পোনা সহ ট্রলার জব্দ করেছে
কোষ্টগার্ড। কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, কয়রা কন্টিনজেন্ট কমান্ডারের
নেতৃত্বে কোষ্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে
সুন্দরবন পশ্চিম বন বিভাগের মোল্লাখালী খাল এলাকা থেকে রবিবার বেলা ১২ টার
দিকে ২০০ কেজি পার্শ্বের পোনা ও ১ টি ট্রলার আটক করে।
জব্দকৃত
পার্শ্বে পোনার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত
পার্শ্বে রেনু পোনা কাশিয়াবাদ ষ্টেশনের সম্মুখে কোষ্টগার্ড কর্মকর্তা, কয়রা
উপজেলার মৎস্য কর্মকর্তা ও বন বিভাগের উপস্থিতিতে শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত
করা হয় এবং জব্দকৃত ট্রলার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।