Wednesday, December 18, 2013

একটি সচেতনতামূলক বিজ্ঞাপন

আজ বিশ্বজিৎ হত্যাকান্ডের রায় হয়েছে। কি নির্মম এক হত্যাকান্ড ঘটেছিল কিছু অমানুষের দ্বারা। তার চেয়েও অবাক করা বিষয় ছিল হাজার হাজার মানুষ তখন দাড়িয়ে সেই দৃশ্য দেখেছে, সাংবাদিকরা সেই হত্যাকান্ড ভিডিও করায় ব্যস্ত ছিল। কেউ এগিয়ে আসেনি। কেউনা। একজনও না।
 
 
কোন বিপদগ্রস্থ মানুষকে দেখে দাড়িয়ে থাকলেন। দর্শকের ভুমিকা পালন করলেন। আপনি কি বলতে পারবেন আগামীকাল ওই জায়গায় আপনি থাকবেন না? আগামীকাল আপনার অবস্থাও হতে পারে সেই বিপদ্রগ্রস্ত মানুষের মত। তখন আপনার সহায়তায় কেউ এগিয়ে না আসলে কেমন হবে?

কোন বিপদগ্রস্ত মানুষ দেখে অন্ধের মত থাকবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন।