Tuesday, April 23, 2013

▣ অষ্টম আশ্চর্য !!!

গত বছর দেখলাম সুন্দরবনকে পৃথিবীর সপ্তম আশ্চর্যে নিয়ে আসার জন্য বিশাল মুভমেন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ও হাসিখুশি ভাবে সায় দিয়েছিলো তাতে !

এই বছর দেখছি, সেই সুন্দরবনেই, ভারত-বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র ‘প্রজেক্ট রামপাল’ এর নির্মান কাজ শুরু হয় হয় !!!

সামনের বছর যদি দেখি যে, বাংলাদেশের পলিসি মেকারদের নামই পৃথিবীর অষ্টম আশ্চর্য আইটেমে এসে পরেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গিয়েছে, তখন আমরা কোথায় মুখ লুকাবো ?

Credit :: Arif R Hossain