Friday, April 26, 2013

পাইকগাছায় চিংড়ি ঘের নিয়ে দু’পক্ষের মারপিট; আহত ৫

পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫জন কমবেশী আহত হয়েছে। জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা গ্রামের মৃত বাবুরাম সরদারের পুত্র অজিত সরদারের চিংড়ি ঘেরের পাশেই ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল করিম সানার পুত্র আবুল কালামের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘটনার আগের দিন অজিত সরদার অতিরিক্ত জোয়ারের পানিতে আবুল কালামের চিংড়ি ঘেরটি তলিয়ে দেয়। ঘটনার দিন শুক্রবার সকালে আবুল কালাম তার লোকজন নিয়ে অজিতের ঘেরের মধ্য হতে মাটি কেটে বাঁধ মেরামতের কাজ করলে অজিতের লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় অজিত সরদার, স্ত্রী খুকু রাণী, পুত্র বিশ্বজিত ও কালামের ঘেরের দু’শ্রমিক শুকুর ও বাবলু কমবেশী আহত হয়েছে বলে দু’পক্ষ জানিয়েছে।