Thursday, September 26, 2013

একটি জরুরী ঘোষনা

গত ঈদ-উল-ফিতর উপলক্ষে Voice of Paikgacha-র পক্ষ থেকে সাদা পোলো T-Shirt তৈরি করা হয়েছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারনে, অনেকের আগ্রহ থাকা সত্বেও সবাইকে আমদের ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হয়নি।

তাই আগামী ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে
Voice of Paikgacha-র পক্ষ থেকে Light Blue পোলো T-Shirt তৈরির উদ্যোগ গ্রহন করা হয়েছে।

আপনি যদি আমাদের এই ক্যাম্পেইনে আংশগ্রহন করতে চান তাহলে আপনার মোবাইল নম্বরসহ Message অথবা Comment-এ জানাতে পারেন।

T-Shirt-এর মূল্য নির্ধারন করা হয়েছে ২০০/= টাকা।

ক্যাম্পেইনে আংশগ্রহন করতে আগামী ৩-১০-২০১৩ তারিখ পর্যন্ত নিন্মোক্ত বিকাশ একাউন্টে নির্ধারিত টাকা পাঠানো যাবে। ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে T-Shirt সংগ্রহ করতে হবে।

বিকাশ একাউন্ট নম্বর- ০১৮৪৯৫৭৪৭৯৮ (পার্সোনাল)

ক্যাম্পেইন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৮৪৯-৫৭৪৭৯৮