পাইকগাছা-কয়রায়
কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে লংমার্চ সফল করার
লক্ষ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয়
নেতৃবৃন্দ গত দু’দিনে দু’উপজেলার ৪০টি স্থানে পথসভা করেছে।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হওয়া বাগেরহাটের রামপাল অভিমুখে লংমার্চটি শুক্রবার খুলনায় পৌছানোর কথা রয়েছে। এ লংমার্চে জনসমর্থন আদায়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার কয়রা উপজেলা সদর, আমাদী, ৪নং কয়রা, কালনা, ফুলতলা, আন্তবাড়িয়া, সুড়িখালী, গিলাবাড়ী, কালিনগর, বগা, হায়াতখালী, মহারাজপুর, চৌকুনি ও এর আগে বুধবার পাইকগাছা উপজেলার কপিলমুনি, কাশিমনগর, আগড়ঘাটা, হাবিবনগর, মাহমুদকাটী, নতুনহাট ও সরল বাজারসহ গত দু’দিনে কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির স্থানীয় শাখার আহবায়ক কমরেড শেখ আব্দুল হান্নান, কয়রা সিপিবি’র সভাপতি ধীরাজ বসু, রাজীব বাছাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোমিন উদ্দীন, সুভাষ সানা মহিম, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, পলাশ দাস, রাসেল, হাবিব, দিলীপ সরকার ও মনোতোষ সরকারসহ দু’উপজেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হওয়া বাগেরহাটের রামপাল অভিমুখে লংমার্চটি শুক্রবার খুলনায় পৌছানোর কথা রয়েছে। এ লংমার্চে জনসমর্থন আদায়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার কয়রা উপজেলা সদর, আমাদী, ৪নং কয়রা, কালনা, ফুলতলা, আন্তবাড়িয়া, সুড়িখালী, গিলাবাড়ী, কালিনগর, বগা, হায়াতখালী, মহারাজপুর, চৌকুনি ও এর আগে বুধবার পাইকগাছা উপজেলার কপিলমুনি, কাশিমনগর, আগড়ঘাটা, হাবিবনগর, মাহমুদকাটী, নতুনহাট ও সরল বাজারসহ গত দু’দিনে কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির স্থানীয় শাখার আহবায়ক কমরেড শেখ আব্দুল হান্নান, কয়রা সিপিবি’র সভাপতি ধীরাজ বসু, রাজীব বাছাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোমিন উদ্দীন, সুভাষ সানা মহিম, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, পলাশ দাস, রাসেল, হাবিব, দিলীপ সরকার ও মনোতোষ সরকারসহ দু’উপজেলার নেতৃবৃন্দ।