Saturday, November 23, 2013

পাইকগাছায় মাদকসহ আটক ৩

পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ৩ জনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ী থেকে ১১ লিটার মদ, ৬ গ্রাম হিরোইন, ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ও মাদকদ্রব্য আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার আগড়ঘাটা গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র আসলাম পারভেজ (২৮) কে মাহমুদকাটিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা হোমিও ক্লিনিক থেকে ১শ এম এল এর ৮৪ বোতল, ২ লিটারের ২ বোতলসহ (১১ লিটার মদ) আসলাম পারভেজকে, ৬ গ্রাম হিরোইনসহ বন্দিকাটি গ্রামের কওসার গাজীর পুত্র হারুন অর- রশীদ মাইকেল (৩২) কে এবং ৩শ গ্রাম গাঁজাসহ রামনাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শেখ জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয় বলে উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান।

গাঁজাসহ আটক জাহাঙ্গীরকে খুলনায় ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।