সারা বিশ্বকে কাঁদিয়ে ৯৫ বছর বয়সে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক
প্রেসিডেন্ট অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। চিকিৎসাধীন অবস্থায় তিনি
নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশটির প্রেসিডেন্ট
জেকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বার্তায় ম্যান্ডেলার মৃত্যুর খবর
নিশ্চিত করেন। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা
অনেকদিন ধরে ফুসফস সংক্রামণে ভুগছিলেন। এ কারণে তিনি বেশ কয়েকবার
হাসপাতালেও ভর্তি হন।১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এমভিজোতে জন্ম নেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার মানুষদের কাছে তিনি মাদিবা নামেই বেশি পরিচিত। তিনিই ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।