Sunday, January 19, 2014

১৯ ফেব্রুয়ারি কয়রাসহ ১০২ উপজেলায় নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলাসহ দেশের মোট ১০২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে হবে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন যাচাই বাছাই হবে ২৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। উপজেলা পরিষদ আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দি আহমদ এই প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।