Wednesday, January 8, 2014

পাইকগাছায় চুরির অভিযোগে যুবলীগনেতাসহ ১২ যুবক আটক

পাইকগাছায় চুরি ও চোরাইকৃত মালামাল ক্রয় করার অভিযোগে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বেশ কিছু স্বর্ণাংকার, ল্যাপটপ ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার এস,আই জালাল ও এস,আই সিরাজ মঙ্গল ও বুধবার যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, বাতিখালী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ (৩৫), বান্দিকাটি গ্রামের মৃত সিরাজ মোড়লের পুত্র আব্দুল গণি মোড়ল (২৭), রহমত আলী গাজীর পুত্র সাইফুল ইসলাম (২৫), হাফিজুর মোড়লের পুত্র রানা (২৪), ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল হাকিম মোড়লের পুত্র সবুজ মোড়ল (২১), সরল গ্রামের মৃত সোলাইমান গাজীর পুত্র (স্বর্ণ ব্যবসায়ী) মোশাররফ হোসেন (৩২), শেখ মোজাম্মেলের পুত্র শেখ শহিদুল (৪৬), গোপালপুর গ্রামের রফিকুল মোড়লের পুত্র হুমায়ুন কবির (২২), একই এলাকার ফরিদ উদ্দীন মোড়লের পুত্র অহিদুর রহমান (২৮), গদাইপুরের কাবুল গাজীর পুত্র আলমগীর (২৫), মৃত বাবর আলীর পুত্র নজরুল (৩০) ও একই এলাকার ইব্রাহিম মোড়লের পুত্র মনিরুল (২৫)।

এ ঘটনায় মঙ্গলবার সরল গ্রামের মৃত আবুল কালামের পুত্র শওকত গাজী বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করে। যার নং- ০৭।

এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম. মসিউর রহমান জানান, সম্প্রতি এলাকায় চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গত দু’দিন এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৭ যুবকের বিরুদ্ধে বাসা বাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি করা ও চোরাই মাল ক্রয় করার অভিযোগ রয়েছে।