Sunday, January 5, 2014

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তি আটক

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে সন্দেহজনক পটুয়াখালী জেলার দু’যুবক ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এক যুবকসহ ৩ জনকে পুলিশ আটক করে।

এর আগে শনিবার সন্ধ্যায় মঠবাটী গ্রামের মৃত তালুকদার বিশ্বাসের পুত্র মোকছেদ বিশ্বাস (৬৫), গদাইপুর গ্রামের মৃত নওয়াব আলী গোলদারের পুত্র হাবিবুর রহমান (৩৫) ও আফছার গাজীর পুত্র আজুবর রহমান আজু (৩০) কে আটক করে।

এ ব্যাপারে ওসি এম. মসিউর রহমান জানান, নাশকতার আশঙ্খায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করা হয় এবং সন্দেহজনক আটক বহিরাগত ৩ যুবকের প্রকৃত পরিচয় ও কর্মকান্ড যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।