Friday, February 14, 2014

আজ ১৩তম সুন্দরবন দিবস

আজ সুন্দরবন দিবস। ২০০১ সালে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনের হাত ধরে গুটিকতক মানুষের সুন্দরবন সংরক্ষণের যে আন্দোলন শুরু হয়েছিল তা’ ১২টি সুন্দরবন দিবস পালনের মধ্য দিয়ে আজ সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। 

খুলনাসহ সুন্দরবন প্রভাবিত জেলা এবং উপজেলাসমূহে গত ১ যুগ সুন্দরবন দিবস পালনের পর আজ সুন্দরবন দিবসের ১৩তম বর্ষ। সুন্দরবন অঞ্চলের মানুষের পরম ভালবাসার দিবস আজ। সুন্দরবন যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে এই অঞ্চলের মানুষকে মায়েরমত আগলে রাখে তেমনি এই অঞ্চলের মানুষও এই দিনে সুন্দরবনের জন্য কৃতজ্ঞতা জানাতে নিজেকে উজাড় করে দেয়।

তাই ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’-এই শ্লোগানকে সামনে নিয়ে বিগত বছরগুলোর মতো এবারেও নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হচ্ছে সুন্দরবন দিবস।