Wednesday, February 19, 2014

অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ব্যবসায়ীদের পুর্নবাসনে এমপির নির্দেশ

পাইকগাছায় পৌর বাজারের অবৈধ দখল উচ্ছেদ ও প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। 

তিনি বুধবার সকালে পৌর বাজারে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং উচ্ছেদকৃত প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরূল হাসান টিপু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু’সহ আরও অনেকে।

এর আগে এমপি এ্যাড. শেখ নুরুল হকের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।