Friday, March 14, 2014

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে ভোটের আগের দিন আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে (আনারস) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। 

তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী এলাকায় আমার জনসমর্থনের অভাব রয়েছে এবং আমি কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নই। এজন্য নির্বাচনে আমার জনসমর্থন না থাকার বিষয়টি উপলব্ধি করে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার কর্মী সমর্থকদের আ’লীগ মনোনিত চেয়ারম্যানপ্রার্থী মোঃ রশীদুজ্জামানের (আনারস) প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।