পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন।
চেয়ারম্যান পদে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট স
ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত শাহানারা খাতুন জয়লাভ করেন।
শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সহকারী রিটার্নিং অফিসার কবীর উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বাবর আলী (দোয়াত-কলম) পেয়েছেন ৫৯ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান (আনারস) পান ৩৮ হাজার ৩৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাওলানা কামাল হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৬০ হাজার ৪৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন (কলস) পেয়েছেন ৫৭ হাজার ৫৫৬ ভোট।
উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান পদে বাবর আলী (দোয়াত-কলম) পেয়েছেন ৫৯ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান (আনারস) পান ৩৮ হাজার ৩৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাওলানা কামাল হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৬০ হাজার ৪৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন (কলস) পেয়েছেন ৫৭ হাজার ৫৫৬ ভোট।
উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।