Wednesday, March 19, 2014

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌর বাজারে।

জানা গেছে, পৌরসভার বিদ্যুতের উন্নয়ন কাজ চলাকালীন সময়ে গাইবান্দা জেলার সাঘাটা উপজেলার শাটটিকর গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ মোকছেদ আলী ও একই এলাকার রফিক উদ্দীনের পুত্র নাজিমউদ্দিন নামে দু’শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উপর থেকে নীচে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত মোকছেদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।